#কলকাতা: স্পষ্ট বেবি বাম্প লুকানোর আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু না, পাপারাৎজিদের ক্যামেরা ফাঁকি দিতে পারেননি। ফলে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা হওয়ার গুঞ্জন এখন খালি শিলমোহরের অপেক্ষায়। নায়িকাকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে। এরপর আজ সিদ্ধি বিনায়ক মন্দিরে পাপারাৎজিরক্যামেরাবন্দি হন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
২০১৪তে আদিত্য চোপড়ার সঙ্গেসাত পাকে বাঁধা পড়েন বাঙালি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। ইতালিতে ঘনিষ্ঠ আত্মীয়বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল বিয়ের অনুষ্ঠান।
২০১৫ সালে পৃথিবীর আল দেখে ছোট্ট আদিরা। অর্থাৎ, আদিরা চোপড়ার বয়স এখন ৬। স্বাভাবিকভাবেই স্কুলেও ভর্তি হয়েছে সে।
কিন্তু একেবারেই ক্যামেরার থেকে বহুদূরে তার বাস। মেয়েকে ক্যামেরার সামনে কখনও আনেন না। ফলে তাঁকে রানি নাকি আদিত্য চোপড়ার মতো দেখতে, কোথায় পড়াশুনা করে সে, কোন ক্লাসই বা হল, সবটাই কৌতুহলে মোড়া। যদিও সেই কৌতুহল মেটাতে মোটেই চান না আদিরার বাবা বা মা কেউই।
প্রসঙ্গত, বহুবছর পর যশরাজ ব্যানার থেকে বেরিয়ে নিখিল আডবাণী প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রানি। এর আগে ২০১৮তে তাঁকে দেখা গিয়েছিল ‘হিচকি’ ছবিতে। একা হাতেই যে ছবিকে বক্স অফিসে সুপার হিট বানিয়েছিলেন আদিত্য চোপড়া ঘরণী বঙ্গ তনয়া রানি মুখোপাধ্যায়।