প্রবীণদের জন্য এবার শহরে হয়ে গেল বিউটি কনটেস্ট

প্রবীণদের জন্য এবার শহরে হয়ে গেল বিউটি কনটেস্ট

আবীর ঘোষাল, কলকাতা: প্রবীণ-প্রবীণাদের বিউটি কনটেস্ট। অবাক হচ্ছেন! বিদেশে এমন অনুষ্ঠান আয়োজন হয়। এবার তা সম্পন্ন হল এই রাজ্যেও। এটা একটা অভিনব প্রতিযোগিতা। বছর ছয়েক ধরে ‘ঠিকানা সিমলা’ নামে এক সংগঠনের আয়োজন করে চলেছে। কোভিডের জন্য মাঝে বছর দু’য়েক বন্ধ ছিল।

বিউটি কনটেস্টের উদ্ভব ১৮৩৯ সালে। শুরু করেছিলেন আর্চিবোল্ড উইলিয়াম মন্টেগোমারি। বিউটি কনটেস্ট বলতে আমরা বুঝি নারীর শারীরিক সৌন্দর্য বিচার। এখন প্রচলিত বিউটি কনটেস্টে নারীর শারীরিক সৌন্দর্য ছাড়া তার বুদ্ধিমত্তা,  বিচার বোধ এই সবও মাপা হয়। এই সংস্থা কিন্তু প্রবীণদের বিউটি কনটেস্ট আয়োজন করেছিল। এই প্রতিযোগিতায় র‍্যাম্পে হাঁটা বা মুখমন্ডলের সৌন্দর্য বিচারের মাপকাঠি নয়।

সংস্থার আধিকারিকরা বলছেন, ‘‘আমরা  যা দেখতে চাইছি তা হল একজন প্রবীণ বা প্রবীণা তিনি বয়সের তুলনায় মানসিকভাবে কতটা নবীন, কতটা আধুনিক, কতটা সক্রিয় বা আশাবাদী – এগুলোই বিচার্য। তবে তার সাথে সেই মানুষের শারীরিক গঠন কি রকম সেটাও BMI মাপার মাধ্যমে দেখে নেব। এই অনুষ্ঠানে যাঁরা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের একটি প্রশ্নমালা ভর্তি করতে হয়েছিল। যার থেকে আমরা বুঝে নিয়েছিলাম তার মানসিক গঠন। এর সঙ্গে যুক্ত হয়েছে তাঁর মঞ্চের উপস্থাপনা। সব কিছু মিলিয়ে একজন প্রতিযোগী বা প্রতিযোগিনী বিজয়ী হয়ে উঠেছিলেন। এই প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন সাইকোলজিস্টরা।’’

পুরুষ-মহিলা নির্বিশেষে ষাট পেরোলেই যে কেউ প্রতিযোগী হতে পারেন। মোট চারটি পুরস্কার ছিল। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী। পুরস্কারের নাম ‘প্রবুদ্ধ প্রবীণ/ প্রবীণা’। অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণের জন্য বিশেষ উপহার দেওয়া হয়।

এই প্রতিযোগিতার অংশগ্রহণ বিনামূল্যে। যাঁরা দর্শক হিসাবে আসতে চান তাঁদের মাথাপিছু ২০০ টাকা ধার্য ছিল। দর্শক যে কোন বয়েসের মানুষ অবশ্য হতে পারেন। প্রত্যেকের জন্য বৈকালিক ভোজের ব্যবস্থা ছিল।

যাঁরা প্রতিযোগী হিসাবে অংশগ্রহন করেছিলেন তাঁদের অবশ্য প্রাথমিক একটি প্রশ্নের জবাব দু’লাইনের মধ্যে দিতে হয়েছে। প্রশ্নটি হলঃ “বর্তমান নবীণ বয়সের মানুষেরা আপনার তুলনায় কতটা আধুনিক”। এই কনটেস্টে প্রায় ৯০ জন অংশ গ্রহণ করেছিলেন। অভিনব প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি তারা৷ সংস্থার অন্যতম কর্ণধার ডাঃ অমিতাভ দে সরকার বলেন, মনের কোনও বয়স হয় না। তাই মন ভালো রাখতেই এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

Published by:Siddhartha Sarkar

(Source: news18.com)