রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট বিপাকে ফেলল তাঁকে, আইনি জটিলতায় ফাঁসলেন অভিনেতা

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট বিপাকে ফেলল তাঁকে, আইনি জটিলতায় ফাঁসলেন অভিনেতা

বিপাকে রণবীর সিং

চেম্বুর পুলিশ থানা ছাড়াও আরও দু’‌টি অভিযোগ দায়ের হয়েছে এবং আইনি নোটিশ পাঠানো হয়েছে রণবীরের কাছে। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ২৯৭ ও আইটি ধারায় মামলা দায়ের হয়েছে। যে অভিযোগাকারী রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তিনি জানিয়েছেন যে রণবীরের নগ্ন ছবি দেখে তিনি মানসিকভাবে হতচকিত হয়ে যান এবং তাঁর আবেগে আঘাত দেন রণবীর। রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের মামলায় অভিযোগকারীর আইনজীবী অখিলেশ চৌবে বলেছেন, ‘‌অভিনেতার ভক্তরা, বিশেষ করে কিশোর বয়সের ভক্ত যারা মোবাইল ফোন ব্যবহার করে পড়াশোনার জন্য তাদের মনের ওপর রণবীররে এই নগ্ন ছবি খারাপ প্রভাব ফেলছে এবং ভুল বার্তা পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা অভিযোগ দায়ের করেছি এবং ধন্যবাদ জানাই মুম্বই পুলিশকে তারা মামলা দায়ের করেছে, এখন শীঘ্রই অভিনেতার গ্রেফতারি চাইছে।’

একাধিক অভিযোগ অভিনেতার বিরুদ্ধে

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় তাঁর নগ্ন ফটোশুটের মাধ্যমে মহিলাদের আবেগে আঘাত করার জন্য বলিউড অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পূর্ব মুম্বই শহরতলিতে অবস্থিত একটি বেসরকারী সংস্থার (এনজিও) একজন কর্মকর্তা এবং একজন মহিলা আইনজীবী চেম্বুর থানায় আলাদাভাবে অভিযোগের আবেদনপত্র জমা দিয়েছেন। এনজিওর ওই কর্মকর্তা তাঁর অভিযোগে জানিয়েছেন যে অভিনেতা মহিলাদের আবেগে আঘাত করেছেন এবং তাঁর এই ছবির মাধ্যমে তাঁদের শালীনতাকে অপমান করেছেন। তিনি অভিনেতার বিরুদ্ধে আইটি আইন ও একাধিক ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা করার দাবী জানিয়েছেন। এছাড়াও রণবীরের বিরুদ্ধে অভিযোগ জানান এক আইনজীবী, প্রাক্তন সাংবাদিক। এঁদের সকলের দাবী অভিনেতা মহিলাদের শালীনতাকে অপমান করেছেন।

নগ্ন ফটোশুট ঝড় তুলল ইন্টারনেটে

২১ জুলাই রাতে পেপার ম্যাগাজিনের কভারের জন্য তোলা রণবীর সিংয়ের নগ্ন ছবি পোস্ট হতেই তা আগুন ধরিয়ে দেয় ইন্টারনেটে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় পোজ দিলেন সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অতীতে তোলা হলিউড অভিনেতা বার্ট রেনল্ডসের ছবিও। ফ্যাশন ম্যাগাজিনের মতে এটা তাঁকেই শ্রদ্ধা জানানো। বৃহস্পতিবার রাত থেকেই ভক্তদের হাতে হাতে তা ভাইরাল। কেউ করলেন প্রশংসা, কেউ আবার করলেন ট্রোলিংও। তবে রণবীরের এই পোজ দেখা মাত্রই ঘুম উড়েছে ভক্তদের, এই বিষয় কোনও দ্বিমত নেই।

রণবীর সিংয়ের সিনেমা

কাজের দিক দিয়ে রণবীর সিংকে সম্প্রতি দেখা গিয়েছে নেটফ্লিক্সের ইন্টার‌্যাক্টিভ সেশন ‘‌রণবীর ভার্সের ওয়াইল্ড ইউথ বেয়ার গ্রিল’‌-এ, যেখানে গোটা বিশ্বের নেটিজেনদের কাছ থেকে অভিনেতা ইতিবাচক প্রতিক্রিয়া পান। সিনেমার দিক থেকে রণবীর সিংকে দেখা যাবে রোহিত শেট্টির সার্কাস সিনেমায়, যেখানে তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ ও পুজা হেগড়ের বিপরীতে রয়েছেন। এ বছরের বড়দিনে এই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও রণবীর সিং ও আলিয়া ভাটের রকি অউর রানী কি প্রেম কাহানি মুক্তি পাবে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি। এই সিএনমার পরিচালক করণ জোহর। ‌