টাকার অবমূল্যায়নের কথা স্বীকার কেন্দ্রের
বিরোধীদের এই অভিযোগে যে সত্যতা রয়েছে তা এক প্রকার স্বীকার করে নিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে গত আট বছরে ডলারের সাপেক্ষে টাকার মূল্য ২৫.৩৯ শতাংশ কমেছে।
কতটা কমেছে টাকার মূল্য?
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সংসদে জানিয়েছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকারের আসার সময় এক ডলারে টাকার মূল্য ছিল ৬৩.৩৩। তা এই মুহূর্তে বেড়ে হয়েছে ৭৯.৪১ টাকা। অর্থাৎ ৮ বছরে ডলার প্রতি মূল্য কমেছে ১৬.০৮ টাকা। অর্থাৎ এক ডলারের সাপেক্ষে টাকার মূল্য কমেছে ২৫.৩৯ শতাংশ।
রয়েছে নানা কারণ
২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের তুলনায় টাকার মূল্য ছিল ৬৩.৩৩ টাকা। তা ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বেড়ে হয় ৬৯.৭৯ টাকা। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বিশ্বজুড়ে নানা ফ্যাক্টর যার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তেলের দাম বাড়া সহ একাধিক বিষয় এর পিছনে রয়েছে।
নির্মলার দাবি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দাবি, শুধু যে টাকার অবমূল্যায়ন হয়েছে তাই নয়, পাউন্ড, ইয়েন, ইউরোর মূল্যও ডলারের তুলনায় কমেছে। যার ফলে এই মুদ্রার সাপেক্ষে টাকার দাম আগের চেয়ে বেড়েছে।