জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে নেই বহুদিন। সম্পর্কের সেই টানাপোড়ের শিকার ৫ বছরের শিশু।
ছেলে মায়ের কাছে যেতে চাওয়ায় বাধ সাধল বাবা। কারণ তার সঙ্গে স্ত্রীর সম্পর্ক নেই বেশ কিছুদিন। কিন্তু ছেলে নাছোড়বান্দা। সে যাবেই মায়ের কাছে। ছেলেকে থামাতে ভয়ঙ্কর কাণ্ড করল মহারাষ্ট্রের ভিওয়ান্ডির বাসিন্দা ফাহিম রিজওয়ান আহমেদ খান(৩৩)।
ছেলের জেদ দমাতে প্রথম ছেলেকে বেধড়ক মারধর করে ফাহিম। পরে ছেলেকে ধরে একের পর এক সিগারেটের ছ্যাঁকা দিল ফাহিম। পাঁচ বছরের শিশু এখন ছ্য়াঁকার দগদগে ঘায়ে জর্জরিত। এমন অত্যাচারে তাজ্জব ফাহিমের প্রতিবেশীরা। তারাই খবর দিয়ে দিলেন পুলিসে।
ফাহিমের ওই অত্যাচার বর্ণনা করে সোমবার পুলিসে অভিযোগ করছেন শিশুটির মা। এনিয়ে এখনও ফাহিমকে গ্রেফতার করা না হলেও উপযুক্ত ধারায় ফাহিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন শান্তিনগর থানার ইন্সপেক্টর শীতল রাউত।
অভিযাগে বলা হয়েছে মায়ের কাছে যেতে চাইলেই শিশুটিকে বেধড়ক মারধর করা হয়। বহুদিন ধরে এমনই চলছে। এবার শিশুটি মায়ের কাছে যেতে চাইলে তার গোটা গায়ে সিগারেটের ছ্যাঁকা দেয় ফাহিম। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
(Source: zeenews.com)