veterinary officer পদে ব্যাপক নিয়োগ, বেতন মাসে এক লাখ টাকা

veterinary officer পদে ব্যাপক নিয়োগ, বেতন মাসে এক লাখ টাকা

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ইতিমধ্যে এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই মতো মোট ১৬২টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, এই নিয়োগ পশুপালন ও ভেটেরিনারি বিভাগে নিয়োগ করা হবে। তবে মাথায় রাখতে হবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ২৬ অগস্ট। এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পদে জন্যে আবেদন পৌঁছে যেতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতি পড়েনিতে হবে। আর তা জানতে ক্লিক করুন- http://apsc.nic.in/advt_2022/Advt_13_2022.pdf- এই লিঙ্কে।

এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে

এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে

আজ ২৬ জুলাই থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে। veterinary officer এবং ক্লার্ক veterinary officer পদের জন্যে এই নিয়োগ করা হবে। আর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর এজন্যে অসম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সরকারি ওয়েবসাইটি হল- http://apsc.nic.in/ – ফলে দেরি না করে এখনই আবেদন করুন।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

অনলাইনে আবেদন শুরু আজ ২৬ জুলাই থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৬ অগস্ট। ফিস পেমেন্টের শেশ তারিখ আগামী ২৮ অগস্ট। ফলে বিজ্ঞপ্তি দেখে অবশ্যই জরুরি তথ্যগুলি জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা। সেই মতো আবেদনকারীকে পশুপালন এবং ভেটেরিনারি সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতেই হবে। তবে এই বিষয়ে আরও জানতে অসম পাবলিক সার্ভিস কমিশন (APSC)-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

মিলবে মোটা অঙ্কের বেতন-

মিলবে মোটা অঙ্কের বেতন-

veterinary officer এবং ক্লার্ক veterinary officer পদের জন্যে অসমে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থী পে স্কেলে মাসে ৩০ হাজার টাকা থেকে মাসে ১লাখ ১০ হাজার টাকা বেতন মিলতে পারে। গ্রেড পে ১২ হাজার ৭০০ টাকা হবে।