কঙ্গনার ‘‌এমার্জেন্সি’‌তে অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় এই অভিনেতা, প্রকাশ্যে ফার্স্ট লুক

কঙ্গনার ‘‌এমার্জেন্সি’‌তে অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় এই অভিনেতা, প্রকাশ্যে ফার্স্ট লুক

শ্রেয়াসের ফার্স্ট লুক প্রকাশ্যে

‘‌এমার্জেন্সি’‌তে শ্রেয়াসের ফার্স্ট লুক শেয়ার করে কঙ্গনা বুধবার ইনস্টাগ্রামে লেখেন, ‘‌সামনে নিয়ে এলাম ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী তথা শ্রেয়াস তলপড়েকে, একজন সত্যিকারের দেশপ্রেমী, যাঁর জাতির প্রতি ভালোবাসা ও গর্ব ছিল অতুলনীয় এবং যিনি জরুরি অবস্থার সময় একজন তরুণ আগত নেতা ছিলেন।’‌ কঙ্গনার এই পোস্ট সামনে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়ে যায়। সকলেই এই কাস্টিংয়ের প্রশংসা করেছেন মন খুলে।
শ্রেয়াস তলপড়ে সিনেমায় তাঁর চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অটল বিহারি বাজপেয়ীর একটি কবিতাকে বেছে নিয়েছেন।

অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়াস

শ্রেয়াস তাঁর পোস্টার শেয়ার করার পাশাপাশি অটল বিহারি বাজপেয়ীর জনপ্রিয় কবিতা কদম মিলাকর চলনা হোগা শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে। অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘‌সবচেয়ে প্রিয়, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনগণের একজন কাছের মানুষ…ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির ভূমিকা পালন করতে পেরে সম্মানিত এবং আনন্দিত। আশা করব আমি সকলের প্রত্যাশাকে জয় করতে পারব। আমার মধ্যে অটলজিকে দেখার জন্য ধন্যবাদ কঙ্গনা রানাওয়াত। আপনি নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রীদের মধ্যে একজন কিন্তু এর পাশাপাশি আপনি একজন সমান ভালো অভিনেতা পরিচালক।’‌

এমার্জেন্সি সিনেমার কাহিনী

চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকা কঙ্গনা রানাওয়াতের এই সিনেমায় দেশের জরুরি অবস্থাকে তুলে ধরা হবে। যা ভারতের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। সূত্রের খবর, এর সঙ্গে ‘অপারেশন ব্লু স্টার’-এর কাহিনিও তুলে ধরা হবে ছবিতে। পিঙ্ক সিনেমা খ্যাত রীতেশ শাহ এই সিনেমার স্ক্রিনপ্লে ও সংলাপ লেখার দায়িত্ব সামলাচ্ছেন। জুলাই মাস থেকেই এই সিনেমার শুটিং শুরু হবে। মণিকর্নিকা ফিল্মস প্রযোজিত এই সিনেমার প্রযোজক রেণু পিত্তি ও কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই এই সিনেমার টিজার সামনে আসে। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘‌সেই মহিলাকে নিয়ে এলাম যাঁকে স্যার বলা হত। শুট শুরু হল।’‌

শ্রেয়াসের শেষ সিনেমা

শ্রেয়াস তলপড়েকে শেষবারের মতো দেখা গিয়েছিল ক্রিকেটার প্রবীণ তাম্বের বায়োপিক ‘‌কৌন প্রবীণ তাম্বে?‌’‌ শ্রেয়াসের হাতে রয়েছে মন্নু অউর মুন্নি কি শাদি। যার শুটিংও শুরু হবে।