সকাল সকাল কেঁপে উঠল মানিলা, ছড়াল আতঙ্ক

সকাল সকাল কেঁপে উঠল মানিলা, ছড়াল আতঙ্ক

#মানিলা:ভয়ঙ্কর ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর পিলিপিন্স৷ যার জের ছড়িয়ে পড়ল রাজধানী মানিলায় (Manila, Philippines)৷ বুধবার সকালে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কলে যার মাত্রা ছিল ৭.৩৷ অর্থাৎ কম্পনের মাত্রা ছিল তীব্র৷ ফিলিপিন্সের লুজন দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়৷ যা ছড়িয়ে পড়ে রাজধানী শহর মানিলায়৷ গোটা মানিলা শহর জুড়েই ছড়িয়েছে কম্পনের ভয়াবহতা৷ প্রায় ১০ কিলোমিটার ধরে কম্পনের প্রভাব পড়েছে৷ তবে এখনও ক্ষয় ক্ষতির মাত্রা বোঝা যাচ্ছে না৷ এমনকি কোনও মৃত্যুর ঘটনাও রিপোর্ট হয়নি৷ আফট শকের আশঙ্কা করা হচ্ছে৷

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার বা উৎসস্থল ১১ কিমি দূরে পূর্ব-দক্ষিণপূর্ব আবরা প্রদেশের ডোলোরস শহর৷

জানানো হয়েছে যে কম্পন প্রায় ৩০ সেকেন্ড বা তার থেকে বেশি সময় ধরে চলে৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং উদ্ধার দল এবার ধীরে ধীরে এগোবে প্রভাবিত এলাকাগুলির দিকে৷ আফটার শকের কারণে অনেকেই বাড়ির বাইরে রয়েছেন৷

মানিলা শহরেও তীব্র ভাবে অনুভূত হয় কম্পন৷ ভীড় এবং ব্যস্ত সময় আটকে যায় মেট্রো পরিষেবা৷ মানিলার সেনেট বিল্ডিংটিও খালি করে দেওয়া হয়৷ তবে জানানো হয়েছে যে মানিলায় খুব বেশি ক্ষতি করতে পারেনি ভূমিকম্প৷ যদিও পুরোটাই অনুমান করা হচ্ছে৷ কারণ এখনও এলাকাগুলিতে পৌঁছন সম্ভব হয়নি৷

Published by:Pooja Basu

First published: