সকাল সকাল কেঁপে উঠল মানিলা, ছড়াল আতঙ্ক
#মানিলা:ভয়ঙ্কর ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর পিলিপিন্স৷ যার জের ছড়িয়ে পড়ল রাজধানী মানিলায় (Manila, Philippines)৷ বুধবার সকালে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কলে যার মাত্রা ছিল ৭.৩৷ অর্থাৎ কম্পনের মাত্রা ছিল তীব্র৷ ফিলিপিন্সের লুজন দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়৷ যা ছড়িয়ে পড়ে রাজধানী শহর মানিলায়৷ গোটা মানিলা শহর জুড়েই ছড়িয়েছে কম্পনের ভয়াবহতা৷ প্রায় ১০ কিলোমিটার ধরে কম্পনের প্রভাব পড়েছে৷ তবে এখনও ক্ষয় ক্ষতির মাত্রা বোঝা যাচ্ছে না৷ এমনকি কোনও মৃত্যুর ঘটনাও রিপোর্ট হয়নি৷ আফট শকের আশঙ্কা করা হচ্ছে৷ মার্কিন জিওলজিক্যাল…