স্টিয়ারিং হুইলে বসা ব্যক্তি বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার

স্টিয়ারিং হুইলে বসা ব্যক্তি বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার

#সিডনি: ২০১১ -র বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার জার্সিতে খেলেছিলেন তিনি৷ তাঁকে দলের তারকা সম্ভবনা হিসেবে দেখেছিল ক্রিকেট মহল৷ কিন্তু কপাল কোথায় নিয়ে যায় মানুষকে৷ আর তাই এমন ঝাঁ চকচকে গ্ল্যামারস জীবন ছেড়ে এখন বাসের ড্রাইভার হয়েছেন৷ ইনি হলেন  শ্রীলঙ্কা এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরজ রনদিভ৷ ইনি ছাড়াও আরও দুই ক্রিকেটারও এখন বাস ড্রাইভিং পেশার সঙ্গে যুক্ত৷

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি রনদিভ অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাঁর সহকর্মী চিনথাকা জয়াসিংহে এবং জিম্বাবোয়ের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ওয়াডিংটন মওয়ায়েঙ্গার সঙ্গে কাজে যোগ দিয়েছেন৷

শ্রীলঙ্কার অফস্পিনার সুরজ রনদিভ ট্রান্সডেভ নামে  একটি পরিবহন সংস্থার সঙ্গে কাজ করছেন৷ যেখানে ১২০০ বেশি ড্রাইভার বাস চালান৷  মেলবোর্ন শহরের এক অংশ থেকে অন্য অংশের সঙ্গে বাসে যুক্ত করেন এদের  সংস্থার বাস৷ ৩৬ বছরের রনদিভ ১২ টি টেস্ট, ৩১মটি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি খেলেছেন শ্রীলঙ্কার জার্সি গায়ে৷

টেস্টে ৪৩ উইকেট, ওয়ানডেতে ৩৬ উইকেট এবং টি টোয়েন্টিতে ৭ উইকেটের মালিক তিনি৷ তাঁর ঝোলায় আছে পাঁচ উইকেটের নজিরও৷ তাঁর দাপটে বীরেন্দ্র সেওয়াগও একবার শতরান হাতছাড়া করেছিলেন৷

আইপিএলে সিএসকে-র জার্সিতে ২ মরশুমে রনদিভ ৮ টি ম্যাচে ৬ উইকেট সংগ্রহ করেছিলেন। সিএসকের জার্সিতে তিনি ২০১১ সালে আইপিএলও জিতেছিলেন এবং খেলা ছাড়ার আগের বছর অর্থাৎ ২০১২ তেও তিনি আরও একটি মরশুম খেলেছিলেন সিএসকে-র জার্সিতে৷

২০১১ সালে মুম্বইতে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেনেও ছিলেন  রনদিভ৷

এখন  অবশ্য অস্ট্রেলিয়ায় বাস ড্রাইভিং করার পাশাপাশি  ড্যানডেনং ক্রিকেট ক্লাবের হয়ে জেলা-স্তরের ক্রিকেট খেলছেন৷ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের স্পিন অনুশীলন করানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে নেট বোলার হিসেবে ডাকে।

Published by:Debalina Datta

(Source: news18.com)