Tribal Sisters Death: আদিবাসী পরিবারের হাড়হিম দুঃস্বপ্ন, দড়ির ফাঁসে ঝুলছে ৩ বোনের দেহ!

Tribal Sisters Death: আদিবাসী পরিবারের হাড়হিম দুঃস্বপ্ন, দড়ির ফাঁসে ঝুলছে ৩ বোনের দেহ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাছের ঝুলেছে আদিবাসী পরিবারের ৩ বোনের দেহ। চমকে উঠল গোটা গ্রাম। তবে পুলিসের দাবি, আত্মহত্যা বলে মনে হচ্ছে। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে নিয়ে যখন প্রবল হইচই,গর্ব তখন এ এক অন্য ভারতের ছবি। পাঁচ বোন, ২ ভাইয়ের সংসার। প্রবল অভাব কিংবা হতাশা থেকেই এই চূড়ান্ত পথ বেছে নেওয়া কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মধ্যপ্রদেশের খান্ডোয়ার ভমগড় গ্রামে ওই তিন বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একসঙ্গে তিন বোন কীভাবে আত্মঘাতী হতে পারে তা নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। কিন্তু পুলিস অনড়। প্রসঙ্গত, জাতিগত সংঘাতের কারণে বহুক্ষেত্রে জনজাতির মহিলাদের এভাবে খুনের ঘটনা ঘটেছে।

খান্ডোয়ার পুলিস সুপার বিবেক সিং সংবাদমাধ্যমে বলেন, গ্রামবাসীরা লক্ষ্য করেন গ্রামের একটি গাছ থেকে ফাঁস দিয়ে ঝুলছে ওই ৩ বোন। ওই তিনজনের নাম সোনু(২৩), সাবিত্রী(২১) ও ললিতা(১৯)। বাবা মারা গিয়েছেন ৪ বছর আগে। মায়ের সঙ্গেই থাকতো ওই ৩ বোন। বাডি়তে রয়েছে আরও ২ বোন ও ২ ভাই।

জেলা পুলিস সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্ত ও ফরেন্সিক পরীক্ষায় মনে করা হচ্ছে আত্মহত্যাই করেছেন ওই ৩ বোন। তবে মৃত্যুর কারণ কী তা সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে বিঁধেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। একটি ট্যুইটে তিনি লিখেছেন, খান্ডোয়ায় ৩ বোন একইসঙ্গে আত্মঘাতীয় হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার পেছেন বিভিন্ন কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পেছনে আসল কারণ কী তা খুঁজে বের করতে উপযুক্ত  তদন্তের দাবি করছি। পাশাপাশি পরিবারের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানো উচিত সরকারের।

(Source: zeenews.com)