হুইলচেয়ারে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেটদুনিয়ার

হুইলচেয়ারে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেটদুনিয়ার

জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তাহলে লেমোনেড বানিয়ে পান করে নাও৷ কথাটা আমরা কমবেশি শুনেছি৷ কিন্তু কাজে লাগাতে বড় একটা দেখা যায় না৷ প্রচলিত ধারা ব্যতিক্রমী একজনই এ বার ভাইরাল সামাজিক মাধ্যমে৷ তিনি জীবনের প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিন কাটাচ্ছেন নিজের ছন্দে, শর্তে ও সম্মানে ৷

তিনি পেশায় একজন জোম্যাটোর ডেলিভারি ম্যান৷ তবে বিশেষ ক্ষমতাসম্পন্ন এই ব্যক্তি ডেলিভারি করেন হুইলচেয়ারে চেপে৷ তাঁর সাহস ও নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷  কয়েক সপ্তাহ আগে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্র তা ভাইরাল ৷ ভিডিওতে দেখা যাচ্ছে জোম্যাটোর নির্দিষ্ট উর্দি পরেই তিনি যাচ্ছেন হুইল চেয়ার চালিয়ে৷ ডেলিভারি ব্যাগটা রেখেছেন চেয়ারের পিছনে৷ যিনি শেয়ার করেছেন তিনি লিখেছেন ‘কোনও কিছুই অসম্ভব নয়৷ পৃথিবী নিজেই বলে আমি সম্ভব’

ভিডিওতে লাইক এসেছে লক্ষাধিক৷ মন্তব্য এসেছে অগণিত৷ তাঁকে কর্মী হিসেবে নিয়োগ করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷ অনেকেই তাঁকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন৷ বলেছেন, তাঁকে দেখলে নিজের দুর্বলতাকে জয় করে বিজয়ী হওয়ার ইচ্ছে জেগে ওঠে৷

সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে হইলচেয়ারে ওই জোম্যাটো কর্মীর নাম মুরুগান৷ ৬ বছর আগে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান৷ পথ দুর্ঘটনা আহত হওয়ার পর তাঁর শরীর অশক্ত হয়ে পড়েছিল ৷ তবে তিনি জীবনে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়েননি ৷ তাঁর জন্য বিশেষ নক্সার হুইলচেয়ার তৈরি করে দিয়েছে একটি স্টার্ট আপ সংস্থা৷ ব্যাটারিচালিত এই হুইলচেয়ার একবার পূর্ণ চার্জে যেতে পারে ২৫ কিমি পথ৷ ব্যাটারি চার্জ দিতে সময় লাগে ৪ ঘণ্টা ৷

Published by:Arpita Roy Chowdhury

(Source: news18.com)