হুইলচেয়ারে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেটদুনিয়ার
জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তাহলে লেমোনেড বানিয়ে পান করে নাও৷ কথাটা আমরা কমবেশি শুনেছি৷ কিন্তু কাজে লাগাতে বড় একটা দেখা যায় না৷ প্রচলিত ধারা ব্যতিক্রমী একজনই এ বার ভাইরাল সামাজিক মাধ্যমে৷ তিনি জীবনের প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিন কাটাচ্ছেন নিজের ছন্দে, শর্তে ও সম্মানে ৷ তিনি পেশায় একজন জোম্যাটোর ডেলিভারি ম্যান৷ তবে বিশেষ ক্ষমতাসম্পন্ন এই ব্যক্তি ডেলিভারি করেন হুইলচেয়ারে চেপে৷ তাঁর সাহস ও নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ কয়েক সপ্তাহ আগে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্র তা…