তাঁর নামেই ১২-১৫ ফ্ল্যাট, পার্থর সঙ্গে রয়েছে অস্থাবর সম্পত্তিও! দাবি অর্পিতার

তাঁর নামেই ১২-১৫ ফ্ল্যাট, পার্থর সঙ্গে রয়েছে অস্থাবর সম্পত্তিও! দাবি অর্পিতার

#কলকাতা: টালিগঞ্জ, রথতলা, নয়াবাদ- তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একের পর এক ফ্ল্যাটের খোঁজ পাচ্ছে ইডি৷ সূত্রের খবর, তদন্তকারীদের অর্পিতা নিজেই জানিয়েছেন, অন্তত ১২ থেকে ১৫টি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে৷ শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্ম ভাবে তার বেশ কিছু অস্থায়ী সম্পত্তি আছে বলেও তদন্তকারীেদর জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷

ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় ইডি জেরায় দাবি করেছেন, টালিগঞ্জ এবং রথতলায় তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আসলে পার্থ চট্টোপাধ্যায়ের৷ অর্পিতার পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে এবং আরও মিলছে, তা তাঁর আয়ের সঙ্গে কোনওভাবেই সঙ্গতিপূর্ণ নয়৷ ফলে সেই টাকা তিিন কোথা থেকে পেলেন অথবা এই সমস্ত সম্পত্তি কেনার প্রয়োজনীয় অর্থের উৎস কী, সেটাই এখন জানতে চান তদন্তকারীরা৷

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, চেকবই সহ বেশ কিছু নথি উদ্ধার করে ইডি৷ এ দিন ওই ব্যাঙ্কের দুই আধিকারিককেও ইডি দফতরে ডেকে পাঠানো হয়৷

অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই মুখোমুখি বসিয়ে জেরা করেছেন ইডি কর্তারা৷ ইডি সূত্রে দাবি, অর্পিতা জেরায় জানিয়েছেন, সোনা, নগদ টাকার মতো বেশ কিছু অস্থায়ী সম্পত্তি তাঁর এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে রয়েছে৷ এখনও পর্যন্ত যা যা সম্পত্তির খোঁজ মিলেছে, তার প্রতিটি ধরে ধরে পার্থ এবং অর্পিতাকে জেরা করছেন ইডি কর্তারা৷ অর্পিতার রথতলার ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করে দু’টি রিয়েল এস্টেট সংস্থা নথিভুক্ত করা হয়েছিল৷ ফলে, এসএসসি দুর্নীতির টাকা রিয়েল এস্টেট ব্যবসায় লাগানো হয়েছিল কি না, সেই খোঁজও চলছে৷

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)