কলকাতায় কোটি কোটি টাকা উদ্ধারের ফাঁকেই বীরভূমে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

কলকাতায় কোটি কোটি টাকা উদ্ধারের ফাঁকেই বীরভূমে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

#বীরভূম: এসএসসি দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডি ইতিমধ্যেই কলকাতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। এই টাকা উদ্ধার নিয়ে যখন সরগরম রাজ্য সেই সময় বীরভূমে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। যদিও এই টাকা কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উদ্ধার করেনি, এই টাকা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ।

বীরভূমের মুরারই থানার পুলিশ এই টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া টাকা মুরারই থানার অন্তর্গত নতুন বাজার এলাকার একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে চুরি যাওয়া টাকা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যাঙ্ক থেকে চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখ পর পর দুইদিন ছুরির ঘটনা ঘটেছিল। চুরি যাওয়া টাকার পরিমাণ ছয় লক্ষ। এর মধ্যে আবার রয়েছে প্রচুর পরিমাণে কয়েন। এই চুরি যাওয়া টাকার দু’লক্ষ টাকা মুরারই থানার পুলিশ উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেফতার করে এবং ওই পরিমাণ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতদের শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত একজনের নাম যথাক্রমে চাঁদ মহম্মদ খান। তার বাড়ি মুরারই থানার অন্তর্গত মহুল্লাডাঙ্গায়। অন্যদিকে আরেকজন ধৃতের বাড়ি ঝাড়খন্ড। তার নাম সেলিম শেখ। মুরারই থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তাদের আদালতে পেশ করার পাশাপাশি তদন্তের জন্য ১০ দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে।

রামপুরহাট মহকুমার এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন যে পরপর দুদিন ব্যাঙ্কে এই চুরির ঘটনার পর মুরারই থানার পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে ১০ দিনের মাথায় তাদের শনাক্ত করে পাকড়াও করা হয়। তাদের থেকে কয়েন এবং নোট সহ প্রায় দু’লক্ষ টাকা ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

Madhab Das

Published by:Debalina Datta

(Source: news18.com)