রোহিতের রেকর্ড, কমনওয়েলথে দুরন্ত জয় হকি-ব্যাডমিন্টনে, খেলার দুনিয়ার সব খবর

রোহিতের রেকর্ড, কমনওয়েলথে দুরন্ত জয় হকি-ব্যাডমিন্টনে, খেলার দুনিয়ার সব খবর

কলকাতা: কমনওয়েলথ গেমসে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিসে দারুণ জয় ভারতের। সাড়ম্বরে পালিত মোহনবাগান দিবস। রেকর্ড রোহিত শর্মার। খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।

সাড়ম্বরে পালিত মোহনবাগান দিবস

কোভিড কাঁটা পেরিয়ে ২ বছর পর সাড়ম্বরে পালিত হল মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। সেই চেনা ছবি, চেনা উন্মাদনা সবুজ-মেরুন তাঁবু জুড়ে। সকালেই নিজেদের মাঠে প্রথম বার অনুশীলন করতে নামে এটিকে মোহনবাগান (ATK Mohun bagan)। দুপুরে একটি প্রর্দশনী ম্যাচ। বিকেল গড়াতেই শুরু অনুষ্ঠান। পৌষালি বন্দ্যোপাধ্যায়ের গানে প্রথম এক ঘণ্টা মজলেন সদস্য সমর্থকরা। এরপর শুরু পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পেলেন শ্যাম থাপা। জীবনকৃতি সম্মান পেলেন বলাই দে। বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন লিস্টন কোলাসো। সেরা ফরোয়ার্ডের পুরস্কার তুলে দেওয়া হল কিয়ান নাসিরির হাতে।

ভারতের জয়

ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজেও সেই ছন্দ অব্যাহত রাখল টিম ইন্ডিয়া (Team India)। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে উড়িয়ে দিল ভারত। সেই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল। আর ভারতের জয়ের নায়ক হয়ে রইলেন দীনেশ কার্তিক। ডেথ ওভারে যাঁর ধুন্ধুমার ব্যাটিং ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। ম্যাচের সেরাও হয়েছেন ডিকে।

রোহিতের রেকর্ড

ইঙ্গিত আগে থেকেই ছিল। শুক্রবারই অপেক্ষার অবসান ঘটালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ‘হিটম্যান’। ইনিংস ওপেন করতে নেমে ৪৪ বলে ৬৪ রান করলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। সেই সঙ্গে তিনি গড়লেন এক রেকর্ডও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই এখন সবচেয়ে বেশি রান করা ব্যাটার। মার্টিন গাপ্টিলের (Martin Guptill) রেকর্ড ভেঙে দিলেন রোহিত।

শুক্রবারের আগে পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নজির ছিল মার্টিন গাপ্টিলের। নিউজিল্যান্ডের ব্যাটারের ঝুলিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩৯৯ রান রয়েছে। তালিকার শীর্ষে ছিলেন তিনি।

রিংয়ে দাপট

কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা থাপা। প্রথম ম্যাচেই অবশ্য তাঁর সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বক্সার সুলেমান বালোচ ধারে ও ভারে শিবার চেয়ে হয়তো অনেকটাই পিছিয়ে। কিন্তু হাজার হোক তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন। আর ভারত-পাক মুখোমুখি সাক্ষাৎ মানেই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, শুরু হয়ে যায় স্নায়ুর লড়াই।

টিটিতেও বড় জয়

ভারতীয় মহিলা টেবিল টেনিস দলও প্রথম দিনে নেমেছিল। আর নেমেই জয় পেলেন মণিকারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একেবারে দাপুটে ভঙ্গিমায় জয় অর্জন করে নিল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এদিন ডবলস ইভেন্টে প্রথমে খেলতে নামেন শ্রীজা অকুলা ও রিথ টেনিসন জুটি। তারা দক্ষিণ আফ্রিকান জুটি লেইলা এডওয়ার্ডস ও দনীশা পটেলের জুটিকে ১১-৭, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করে। এর পরের ম্যাচে সিঙ্গেলসে নামেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিও দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতে নেন।

ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এরকম দিন কমই এসেছে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একের পর এক খেলায় চূর্ণ করে বিজয়ধ্বজা উড়িয়ে চলেছে ভারত (Ind vs Pak)। বক্সিংয়ে শিবা থাপার পাকিস্তানের প্রতিপক্ষকে হেলায় হারানোর দিনই ব্যাডমিন্টন কোর্টেও শাসন চলল ভারতের। পাকিস্তানকে ৫-০ হারাল ভারত। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিলেন পি ভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্তরা।

দলগত দাপট

শুরুটা করেছিলেন অশ্বিনী পোনাপ্পা ও এস রেড্ডির মিক্সড ডাবলস জুটি। বার্মিংহামের ন্যাশনাল এগজিবিশন সেন্টারে ২১-৯, ২১-১২ স্ট্রেট গেমে হারান পাক প্রতিপক্ষদের। পরের লড়াইটা ছিল পুরুষ সিঙ্গলসে। কিদাম্বি শ্রীকান্ত সেই ম্যাচে ২১-৭, ২১-১২ স্ট্রেট গেমে জিতে ভারতকে ২-০ এগিয়ে দেন। পরের ম্যাচে মুর শেহজাদকে ২১-৭, ২১-৬ স্ট্রেট গেমে হারান পি ভি সিন্ধু। চতুর্থ ম্যাচে এস রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ২১-১২, ২১-৯ স্ট্রেট গেমে হারায় মুরাদ আলি ও মহম্মদ আই এস ভাট্টি জুটিকে। শেষ ম্যাচে গায়ত্রী গোপীচন্দ ও ত্রিশা জুটি ২১-৪, ২১-৫ স্ট্রেট গেমে হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ শেহজাদ ও জি সিদ্দিকিকে। সব মিলিয়ে ৫-০ ব্যবধানে পাকিস্তানকে দুরমুশ করে ভারত।

হকিতেও জয়

কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের মহিলা দলের শুরুটা হল দুরন্তভাবে। প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত (Ind vs Ghana)। জোড়া গোল করে ভারতের জয়ের কারিগর গুরজিৎ কৌর। দলের হয়ে বাকি তিন গোল করেছেন নেহা, সঙ্গীতা কুমারী ও সালিমা টেটে।

(Source: abplive.com)