বাংলাদেশঃ বোয়ালমারীতে প্রতিবন্ধী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশঃ  বোয়ালমারীতে প্রতিবন্ধী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গরুচোর সন্দেহে শারীরিক, মানসিক ও বাকপ্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দোষীদের দৃষ্টান্তমূক শান্তির দাবিতে উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শারীরিক নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধীর নাম মোঃ জসিম মোল্লা (২৫)। তিনি গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামের মোঃ শুকুর মোল্লার ছেলে। জসিম সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা গ্রহণ করেন।

এ ঘটনায় আহত প্রতিবন্ধী জসিমের ভাই মো. নিজাম মোল্যা বাদি হয়ে গত ৩১ জুলাই ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালতে অজ্ঞাত ৮/১০ জনসহ ১১ জনের নামোল্লেখপূর্বক মামলা করেছেন।

জানা যায়, জসিম গত ২৭ জুলাই ভোররাতে একই উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে মানসিক প্রতিবন্ধীকতার কারণে এলোমেলো ঘোরাঘুরি করছিল।

এ সময় স্থানীয় গ্রামবাসী তাকে গরু চোর মনে করে পিটিয়ে মারাত্মক আহত করে। পিটুনিতে জসিমের সারা শরীর থেঁতলে যায় এবং পায়ের একাধিক আঙুলের নখও উপড়ে ফেলা হয়। আহত মানসিক প্রতিবন্ধী জসিম পুলিশ পাহাড়ায় বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত প্রতিবন্ধী জসিমের ভাই মো. নিজাম মোল্যা বাদি হয়ে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালতে অজ্ঞাত ৮/১০ জনসহ ১১ জনের নামোল্লেখপূর্বক মামলা করেছেন।

আসামীরা হলেন- উপজেলার দাদপুর ইউনিয়নের শারবানদিয়া গ্রামের জাফর মোল্যা, আনোয়ার হোসেন, আওলাদ ফকির, জালাল মল্লিক, শামিম হক, জিতিস মাহাতুর, বাশার মোল্যা, বাচ্চু, সাহেব মল্লিক, আব্দুর রহমান, মনিরুল ইসলাম।

প্রতিবন্ধী জসিমকে নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে সোমবার সাড়ে ৫টায় উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারে স্থানীয় এলাকাবাসী এক মানবন্ধন করেন।

সান নিউজ/এইচএন