শূন্যপদের সংখ্যা
বিভিন্ন ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার (PO) এবং ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) পগে শূন্যপদের সংখ্যা প্রায় ৬৪৩২। ২ অগাস্ট থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ২২ অগাস্ট পর্যন্ত।
যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই সরকারি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যেদিন আবেদনকারী আবেদন করবে, তখনই তাঁর স্নাতক ডিগ্রি এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের শতাংশের কথা উল্লেখ করতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছার পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
অনলাইনে দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি এবং মেইন। যেসব প্রার্থীরা প্রিলিমিনারিতে যএাগ্যতা অর্জন করবহেন এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন, তাঁদেরকে মেইন পরীক্ষায় ডাকা হবে। সেই পরীক্ষায় সংক্ষিপ্ত তালিকাভুক্তদের পরবর্তী সময়ে ব্যাঙ্কগুলির ইন্টারভিউতে ডাকা হবে।
প্রিলিমিনারিতে ১ ঘন্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে। আর মেইন পরীক্ষায় সাড়ে তিন ঘন্টায় ২২৫ নম্বরের পরীক্ষা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। তবে এর জন্য বৈধ ফোন নম্বর এবং মেল আইডি রাখার পাশাপাশি ৪.৫ সেমিx৩.৫ সেমি এবং সই স্ক্যান করে রাখতে হবে।
আবেদনের ফি
সাধারণ প্রার্থীদের জন্য ৮৫০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য ১৭৫ টাকা করে।
তবে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে। https://ibpsonline.ibps.in/crppo12jul22/-এ গিয়ে ক্লিক করে বিস্তারিত জানানর পাশাপাশি আবেদনও করতে পারবেন।