অন্যের যৌনজীবন নিয়ে এত আগ্রহ কেন?‌ করণ জোহরকে সরাসরি প্রশ্ন আমির খানের

অন্যের যৌনজীবন নিয়ে এত আগ্রহ কেন?‌ করণ জোহরকে সরাসরি প্রশ্ন আমির খানের

Movies

oi-Moumita Bhattacharyya

করণ জোহরের চর্চিত চ্যাট শো ‘‌কফি উইথ করণ’‌-এর পঞ্চম পর্বে আসতে চলেছেন লাল সিং চাড্ডা জুটি করিনা কাপুর ও আমির খান। আর এই পর্বে মিস্টার পারফেকসনিস্টকে দেখা যাবে করণ জোহরকে একহাত নিতে। আসলে সেই অতীতকাল থেকে ‘কফি উইথ করণ’ মানেই বলিউড তারকাদের নিয়ে বিতর্ককে উসকে দেওয়া। যার কিছুটা ঝলক এই পর্বে দেখা যাবে। টক শোয়ে এসে আমির খান যে এভাবে এক হাত নেবেন করণকে, তা আন্দাজও করতে পারেননি সঞ্চালক করণ।

অগাস্টেই মুক্তি পাবে করিনা কাপুর-আমির খানের লাল সিং চাড্ডা সিনেমাটি। আর তার আগে সিনেমার প্রচার সারতে কফি উইথ করণ শোতে হাজির এই দুই তারকা। অন্যান্য পর্বের মতোই করিনা ও আমিরকেও সঞ্চালক করণ জোহর যৌন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করে বসেন করণ। আর সুযোগ পেয়ে আমির, করণকে কটাক্ষ করেন। এমনিতেই বি-টাউনে আমির খান স্পষ্টবাদী বলেই পরিচিত। আর করণের শোতে এসে খোদ তাঁকেই কটাক্ষ করে বসলেন আমি খান।

করণ জোহর তাঁর প্রত্যেকটি পর্বেই তারকাদের যৌন জীবন কেমন তা জানতে বেশ আগ্রহী থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। করিনার দুই সন্তান। তৈমুর আর জে। তা দুই সন্তানের পর করিনার যৌনজীবন ঠিক কেমন? করণের এই প্রশ্ন শুনে প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন করিনা। পরে অবশ্য বলেন, ‘‌এই শোটা তাঁর মাও দেখবে। তাই এসবের প্রশ্নের উত্তর দেব না।’‌ ঠিক তখনই করণকে হামলা করে বসেন আমির। স্পষ্ট তাঁকে বললেন, ‘‌অন্য লোকের যৌনজীবন নিয়ে তোমার এত আগ্রহ কীসের? তোমার মা তোমাকে কিছু বলে না!’‌ আমিরের মুখে এরকম কথা শুনে করণ জোহরের স্পিক টি নট হয়ে যান। আমিরকে কী উত্তর দেবেন, তা বুঝতেই পারছিলেন না। শেষমেশ, বিষয় বদলে ব্যাপারটাকে সামলে নিলেন।

করণ জোহর নিজেই এই পর্বের প্রোমো ভিডিও শেয়ার করেছেন। এই প্রোমোতেই দেখা গিয়েছে এই সব কাণ্ড। এর আগে কফি উইথ করণ শোতে এসেছেন আলিয়া-রণবীর সিং, জাহ্নবী কাপুর-সারা আলি, অক্ষয় কুমার ও সামান্থা, অনন্যা পাণ্ডে ও বিজয় দেবেরাকোণ্ডা। শোনা যাচ্ছে আগামী দিনে ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীও আসবেন। শাহরুখ কন্যা সুহানাও নাকি এ বছর কফি উইথ করণ শোতে আসতে চলেছেন।

(Source: oneindia.com)