জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে মাঙ্কিপক্সের ভীতি ক্রমশ বাড়ছে। ভারতেও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিত তৃতীয় ব্যক্তির খোঁজ মিলল। ভারতে এখনও পর্যন্ত মোট ৮ জন মাঙ্কিপক্সে সংক্রমিতের খবর পাওয়া গিয়েছে! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আজ, মঙ্গলবার এ কথা জানিয়েছেন। রাজস্থানে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। সংক্রমণ আগেই ধরা পড়েছিল দিল্লিতেও। একা রামে রক্ষে নেই, লক্ষ্মণ দোসর! কথাটা একটু ভুল হল! বলা উচিত– একা করোনায় রক্ষে নেই, বাঁদর দোসর! বাঁদর, মানে বাঁদরবসন্ত (যাকে আমরা মাঙ্কিপক্স বলেই জানছি)। করোনা এখনও আমাদের ছেড়ে যায়নি, এরই মধ্যে মাঙ্কিপক্সের বাড়বাড়ন্ত ভাঁজ ফেলছে দেশের কপালে।
আজ, মঙ্গলবার দিল্লিতে বছর পঁয়ত্রিশের এক বিদেশি যুবকের শরীরে মাঙ্কিপক্সের জীবাণু পাওয়া গিয়েছে। যদিও তাঁর অতি সম্প্রতি কোনও ভ্রমণের ইতিহাস নেই। সরকার পরিচালিত এলএনজেপি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে দেশ জুড়ে একটা আতঙ্কের পরিবেশ ক্রমশ তৈরি হচ্ছে। বেঙ্গালুরু এয়ারপোর্টে শুরু হয়ে গিয়েছে কড়াকড়ি। কর্ণাটক স্বাস্থ্য দফতর মাঙ্কিপক্স সংক্রমণ আটকাতে বেশ কিছু গাইডলাইন দিয়েছে। রাজস্থানে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়েছে, দিল্লিতে বেড়েছে আক্রান্তের সংখ্যা। নাইজেরিয়ার বাসিন্দা ৩৫ বছরের এক যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন দিল্লিতে। ভারতে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮। এর মধ্যে ৫ জনেরই বিদেশ ভ্রমণের সাম্প্রতিক ইতিহাস রয়েছে। মাঙ্কিপক্সে মৃত্যুও ঘটেছে ভারতে। কেরলে প্রথম মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে এক যুবকের।
রাজস্থান থেকে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণের খবর মিলেছিল। আক্রান্ত ২০ বছরের যুবক। তাঁর শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে। তাঁকে আইসোলেট করে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। গত ৪ দিন ধরে তাঁর জ্বর রয়েছে। সঙ্গে গায়ে র্যাশ। রাজধানী দিল্লি থেকেও ফের মাঙ্কিপক্সে সংক্রমণের খবর মিলেছে। নাইজেরিয়ার বাসিন্দা ৩৫ বছরের এক যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও তাঁর সাম্প্রতিক বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনাও ঘটেছে ভারতে। কেরলের ত্রিশূরে প্রথম মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ২২ বছরের এক যুবকের। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফেরেন ওই যুবক। বিদেশে থাকাকালীন-ই ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হন। কিন্তু ওই যুবকের দেহে কোনও র্যাশ ছিল না। ফলে তাঁর যে মাঙ্কিপক্স হয়েছে, সে প্রথমে বুঝতে পারেননি চিকিৎসকরা। জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় তাঁকে ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর বিদেশ-ফেরৎ ওই যুবকের মৃত্যু হয়। যুবকের মৃত্যুর পরই জানা যায় যে, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন। কারণ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে নমুনা গবেষণাগারে পাঠানো হয়েছিল। সেখানেই তাঁর মাঙ্কিপক্সে সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে। এমনটাই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ।
প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন, ‘ড্রপলেট’-এর মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। সেক্ষেত্রে কোনও ব্যক্তির শরীরের শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ অথবা চোখের মধ্যে দিয়ে তাঁর শরীরে প্রবেশ করছে এই মাঙ্কি ভাইরাস। তবে এখন চিকিৎসকরা মনে করছেন, যৌনমিলনেও ছড়াতে পারে এই ভাইরাস।
‘হু’ মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল পাবলিক হেল্থ ইমার্জেন্সি’ ঘোষণা করেছে। তারা দেখিয়েছে, বিশ্ব জুড়ে ৭৫ দেশে মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেছিলেন, ‘ড্রপলেট’-এর মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। এখন তাঁরা মনে করছেন, যৌনমিলনেও ছড়াতে পারে এই ভাইরাস।
(Source: zeenews.com