Monkeypox In India: ভারতে মোট সংক্রমিত ৮, মাঙ্কিপক্স কি ক্রমশ ভয়াবহ হচ্ছে এ দেশে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে মাঙ্কিপক্সের ভীতি ক্রমশ বাড়ছে। ভারতেও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিত তৃতীয় ব্যক্তির খোঁজ মিলল। ভারতে এখনও পর্যন্ত মোট ৮ জন মাঙ্কিপক্সে সংক্রমিতের খবর পাওয়া গিয়েছে! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আজ, মঙ্গলবার এ কথা জানিয়েছেন। রাজস্থানে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। সংক্রমণ আগেই ধরা পড়েছিল দিল্লিতেও। একা রামে রক্ষে নেই, লক্ষ্মণ দোসর! কথাটা একটু ভুল হল! বলা উচিত– একা করোনায় রক্ষে নেই, বাঁদর দোসর! বাঁদর, মানে বাঁদরবসন্ত (যাকে আমরা মাঙ্কিপক্স বলেই…