Monkeypox In India: রাজস্থানে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, দিল্লিতেও বাড়ল আক্রান্ত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানেও এবার মাঙ্কিপক্সের থাবা। রাজস্থান থেকে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণের খবর মিলল। আক্রান্ত ২০ বছরের এক যুবক। তাঁর শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে। তাঁকে আইসোলেট করে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। গত ৪ দিন ধরে তাঁর জ্বর রয়েছে। সঙ্গে গায়ে র্যাশ। অন্যদিকে রাজধানী দিল্লি থেকেও ফের মাঙ্কিপক্সে সংক্রমণের খবর মিলেছে। নাইজেরিয়ার বাসিন্দা ৩৫ বছরের এক যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে।…