Monkey Pox: মাঙ্কিপক্সের ভারত-প্রবেশ, কী কী উপসর্গ, কীভাবে ছড়ায় এই রোগ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ রক্ষা হল না। ভারতে প্রবেশ করল মাঙ্কি পক্স (Monkeypox)। করোনা অতিমারির মধ্যে বিশ্বজুড়েই ত্রাস সৃষ্টি করেছিল এই ভাইরাস। এবার দেখা মিলল ভারতেও। প্রথম মাঙ্কি পক্স আক্রান্তের হসিশ মিলল কেরলে। বিদেশ থেকে সদ্য দেশে ফেরা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছিল। চার দিন আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে কেরলের এই বাসিন্দা। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে৷ সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ খবরটি জানিয়েছেন সংবাদমাধ্যমকে। অন্যদিকে…