Monkeypox In India: রাজস্থানে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, দিল্লিতেও বাড়ল আক্রান্ত

Monkeypox In India: রাজস্থানে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, দিল্লিতেও বাড়ল আক্রান্ত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানেও এবার মাঙ্কিপক্সের থাবা। রাজস্থান থেকে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণের খবর মিলল। আক্রান্ত ২০ বছরের এক যুবক। তাঁর শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে। তাঁকে আইসোলেট করে রাখা হয়েছে। ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। গত ৪ দিন ধরে তাঁর জ্বর রয়েছে। সঙ্গে গায়ে র‌্যাশ। অন্যদিকে রাজধানী দিল্লি থেকেও ফের মাঙ্কিপক্সে সংক্রমণের খবর মিলেছে। নাইজেরিয়ার বাসিন্দা ৩৫ বছরের এক যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও তাঁর সাম্প্রতিক বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। এরফলে ভারতে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।

প্রসঙ্গত, ইতিমধ্যেই মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনাও ঘটেছে ভারতে। কেরলের ত্রিশূরে প্রথম মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ২২ বছরের এক যুবকের। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফেরেন ওই যুবক। বিদেশে থাকাকালীন-ই ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হন। কিন্তু ওই যুবকের দেহে কোনও র‌্যাশ ছিল না। ফলে তাঁর যে মাঙ্কিপক্স হয়েছে, সে প্রথমে বুঝতে পারেননি চিকিৎসকরা। জ্বর ও অন্যান্য উপসর্গ থাকায় তাঁকে ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর বিদেশ ফেরৎ ওই যুবকের মৃত্যু হয়। যুবকের মৃত্যুর পরই জানা যায় যে, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন। কারণ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে নমুনা গবেষণাগারে পাঠানো হয়েছিল।  সেখানেই তাঁর মাঙ্কিপক্সে সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে। এমনটাই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ।

প্রসঙ্গত, ‘হু’ মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল পাবলিক হেল্থ ইমার্জেন্সি’ ঘোষণা করেছে। তারা তথ্য দিয়ে দেখিয়েছে, বিশ্ব জুড়ে ৭৫টি দেশে মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে। ‘হু’ প্রধান টেডরস অধানম ঘেব্রেসুস বলেছেন, মাঙ্কিপক্স ইতিমধ্যেই আগামী দিনের আতঙ্ক হিসেবে বড় আকার ধারণ করছে। রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য সংস্থাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মাঙ্কিপক্স ভাইরাসের উপসর্গ:
জ্বর,
মাথাব্যথা,
পিঠে ও ঘাড়ে ব্যথা,
খিঁচুনি,
অবসাদ,
সারা গায়ে ছোপ ছোপ দাগ।

প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন, ‘ড্রপলেট’-এর মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। সেক্ষেত্রে কোনও ব্যক্তির শরীরের শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ অথবা চোখের মধ্যে দিয়ে তাঁর শরীরে প্রবেশ করছে এই মাঙ্কি ভাইরাস। তবে এখন চিকিৎসকরা মনে করছেন, যৌনমিলনেও ছড়াতে পারে এই ভাইরাস।

(Source: zeenews.com)