বাংলাদেশঃ ৩০ টাকা কেজি দরে চাল বিতরন

বাংলাদেশঃ ৩০ টাকা কেজি দরে চাল বিতরন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা): “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্য্ কে সামনে রেখে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদানের লক্ষে দেশব্যাপী ওএমএস সম্প্রসারণের এর আওতায় গাইবান্ধায় ওএমএস চাল প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন:

গাইবান্ধা খাদ্য বিভাগের আয়োজনে আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম, খাদ্য মন্ত্রনালয়ের গবেষণা পরিচালক (এফপিএমইউ) হাজিকুল ইসলাম। এছাড়া এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল আলম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা,ওএমএস ডিলারগণ সহ স্থানীয় গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই