৬ বছর পর হাত ঘোরালেন বিরাট কোহলি, ‘বোলার’ বিরাটের ভিডিও মিস করেননি তো!

৬ বছর পর হাত ঘোরালেন বিরাট কোহলি, ‘বোলার’ বিরাটের ভিডিও মিস করেননি তো!

#কলকাতা: ব্যাটার তিনি। তবে সময় বিশেষে অলরাউন্ডার-ও বটে! বিরাট কোহলি দরকার পড়লে সবই করতে পারেন।

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে খুব কমই বোলিং করতে দেখা গিয়েছে। কিন্তু যখনই তিনি বল হাতে ধরেন, তখনই তা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। ২০২২ সালের এশিয়া কাপে ভারতের ম্যাচ ছিল হংকংয়ের বিরুদ্ধে। এদিন দুর্দান্ত হাফ সেঞ্চুরি করার পর বিরাট কোহলিও তাঁর বোলিং দক্ষতা দেখালেন।

প্রথমে ব্যাট করে ভারত এদিন ১৯২ রান করে। হংকংয়ের ব্যাটিং চলাকালীন বিরাট কোহলি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ওভার বোলিং করেন। কোহলিকে ইনিংসের ১৭তম ওভারে বল করতে দেখা যায়। সেই সময় জিশান আলি এবং কিঞ্চিত শাহ ব্যাটিং করছিলেন।

ওই ওভারে কোনো বাউন্ডারি দেননি কোহলি। এক ওভারে মাত্র ৬ রান দেন তিনি। ১০১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারে মাত্র ১৫২টি বল করেছেন তিনি। ২০১৬ সালে টি-টোয়েন্টি ম্যাচে শেষবার বোলিং করেছিলেন কোহলি।

এশিয়া কাপ চলাকালীন ৬ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফের বোলিং করলেন বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য ভারতীয় দল এদিন ৪০ রানে হংকংকে হারিয়েছে। এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোর পর্বে জায়গা করে নিয়েছে ভারত। আফগানিস্তানের পর ভারত দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

হংকংয়ের বিরুদ্ধে শেষ সাত ওভারে জোরালো ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট কোহলিও অপরাজিত ৫৯ রান করেন।

দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন। ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হন কেএল রাহুল। ১৩ বলে ২১ রান করে আউট হন রোহিত শর্মা। একের পর এক ড্রাইভ, স্ল্যাশ, স্কুপ এবং সুইপ শট খেলে কোহলি এদিন বুঝিয়ে দেন, তিনি ফর্মে ফিরছেন।

Published by:Suman Majumder

(Source: news18.com)