মুম্বই: কমনওয়েলথ গেমস একই দিনে জোড়া সোনা। ভারোত্তোলনে আরও একটি পদক জয় ভারতের। এশিয়া কাপের সূচি ঘোষণা। আজ সারাদিনে খেলার মাঠে কী কী হল? দেখে নিন একঝলকে খেলার সব গুরুত্বপূর্ণ খবরগুলো –
লন বলে সোনা
মহিলাদের লন ফোরস ফাইনালে দুরন্ত জয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা লন বল দল। সেখানেই সোনা জয় ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ১৭-১০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। এদিন প্রথম থেকেই ফাইনালে এগিয়ে ছিল ভারতীয় দল। প্রথম থেকেই একের পর এক পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন ভারতের মেয়েরা। একটা সময় ১০-৮ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় মহিলা লন বল দল। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন করে দক্ষিণ আফ্রিকা মহিলা লন বল টিম। শুধু ম্যাচে সমতা ফেরানোই নয়। কিন্তু নিজেদের স্নায়ুর চাপ সামলে রেখে সোনা জয় নিশ্চিত করেন ভারতের মেয়েরা।
টেনিসে সোনা শরথদের
গতকালই নাইজেরিয়াকে সেমিফাইনালে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেছিল ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। ফাইনালে সিঙ্গাপুরের বিরুদ্ধেও অব্যাহত রইল ভারতীয় প্যাডলারদের দাপট। এবারের কমনওয়েলথ গেমসের পঞ্চম স্বর্ণপদক আসল টেবিল টেনিস থেকেই। মেলবোর্ন ২০০৬ ও গোল্ড কোস্ট ২০১৮-র পর, কমনওয়েলথে এই বিভাগে এটি ভারতের তৃতীয় স্বর্ণপদক।
ইমামির সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গলের
বহু প্রতীক্ষা, জল্পনা-কল্পনার পর অবশেষে স্বস্তি। সরকারিভাবে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল (East Bengal) ও ইমামি গ্রুপ (Emami Group)। মঙ্গলবারই চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে ইস্টবেঙ্গল ও ইমামির বাঁধন সম্পূর্ণ হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেকথা ইতিমধ্যেই জানানো হয়েছে। এই গাঁটছড়ার ফলে ‘ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড’ নামক নতুন এক কোম্পানিও তৈরি হল।
ইনভেস্টর বা বিনিয়োগকারী হিসাবেই ইমামি কাজ করবে। খবর অনুযায়ী চুক্তিমতে ইমামির হাতে ক্লাবের ৭৭ শতাংশ শেয়ার এবং ইস্টবেঙ্গলের হাতে ২৩ শতাংশ শেয়ার থাকবে। শেয়ারের মতো বোর্ড সদস্যেও ইমামিরই আধিক্য। বোর্ডে সাত ইমামি সদস্য থাকছেন, সেখানে ইস্টবেঙ্গলের তরফে থাকবেন তিনজন। তবে কতদিনের জন্য চুক্তি করা হয়েছে সেই বিষয়ে সঠিক কিছু বলা হয়নি।
এশিয়া কাপ ২৭ অগাস্ট থেকে
এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী ২৭ অগাস্ট থেকে। আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার তা জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্তার কারণে এশিয়া কাপ (Asia Cup 2022) সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই এই টুর্নামেন্ট শুরু হলেও, তার ভেনু বদল হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ।
উল্লেখ্য়, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হল – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে।
(Source: abplive.com)