একই দিনে জোড়া সোনা, আজ কমনওয়েল থেকে খেলার দুনিয়ার সেরা খবরগুলো এক নজরে
মুম্বই: কমনওয়েলথ গেমস একই দিনে জোড়া সোনা। ভারোত্তোলনে আরও একটি পদক জয় ভারতের। এশিয়া কাপের সূচি ঘোষণা। আজ সারাদিনে খেলার মাঠে কী কী হল? দেখে নিন একঝলকে খেলার সব গুরুত্বপূর্ণ খবরগুলো – লন বলে সোনা মহিলাদের লন ফোরস ফাইনালে দুরন্ত জয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা লন বল দল। সেখানেই সোনা জয় ভারতের মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ১৭-১০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। এদিন প্রথম থেকেই ফাইনালে এগিয়ে ছিল ভারতীয় দল। প্রথম থেকেই একের পর এক পদক্ষেপে এগিয়ে…