পার্থ একা নন দেশ থেকে বিদেশ, জুতোর নিশানায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব

পার্থ একা নন দেশ থেকে বিদেশ, জুতোর নিশানায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব

কলকাতা : জোকা ইএসআইতে (Joka ESI) স্বাস্থ্যপরীক্ষার মুখে ঢোকার পথে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘোড়ুই। এর আগেও জনসাধারণের জুতোর নিশানা হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা (Political Leaders)। দেখে নেওয়া যাক সেই তালিকা।

অরবিন্দ কেজরিওয়াল – রাজধানীতে সাংবাদিক সম্মেলন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে (Arbind Kejriwal) লক্ষ্য করে জুতো ছোড়েন  আম আদমি সেনার সদস্য বেদ প্রকাশ। ৯ এপ্রিল ২০১৬-র ঘটনা।

মনমোহন সিংহ – ২০০৯ সালে আমদাবাদে এক মিছিলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে (Manmohan Singh) লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।

লালকৃষ্ণ আদবাণী- ২০০৯ সালে এক সভামঞ্চে ওঠার পথে কাঠের চপ্পল উড়ে গিয়েছিল লালকৃষ্ণ আদবাণীর (Lalkrishna Adbani) দিকে।

পি চিদম্বরম- ২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (P Chidambaram) দিকে জুতো ছুড়েছিলেন এক সাংবাদিক।

রাহুল গান্ধী- ২০১২-র জানুয়ারীতে দেহরাদুনে নির্বাচনী মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandi) লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।

রাম মাঝি- ২০১৫-র জানুয়ারিতে জনতার দরবার অনুষ্ঠান চলাকালীন এক যুবক জুতো ছোড়েন বিহারের মুখ্যমন্ত্রী রাম মাঝির (Ram Manjhi) দিকে তাক করে।

ওমর আবদুল্লাহ- ২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের (Omar Abdullah) দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।

পারভেজ মুশারফ- ২০১৩-র মার্চে করাচির এক আইনজীবী পারভেজ মুশারফের (Parvez Musharaf) দিকে জুতো ছুড়েছিলেন। সেই বছরই লন্ডনে বক্তব্য রাখার সময় ফের জুতোর নিশানা ছিলেন  প্রাক্তন পাক প্রেসিডেন্ট।

জর্জ বুশ- ২০০৮ সালের ডিসেম্বরে বাগদাদে সাংবাদিক সম্মেলন চলাকালীন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের (George Bush) দিকে নিজের দুটো জুতোই ছুড়ে দিয়েছিলেন এক ইরাকি সাংবাদিক।

টনি ব্লেয়ার- ২০১০ সালের সেপ্টেম্বরে ডাবলিনে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে (Tony Blair) লক্ষ্য করে উড়ে এসেছিল জুড়ো, ডিম।

(Source: abplive.com)