পার্থ একা নন দেশ থেকে বিদেশ, জুতোর নিশানায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব
কলকাতা : জোকা ইএসআইতে (Joka ESI) স্বাস্থ্যপরীক্ষার মুখে ঢোকার পথে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘোড়ুই। এর আগেও জনসাধারণের জুতোর নিশানা হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা (Political Leaders)। দেখে নেওয়া যাক সেই তালিকা। অরবিন্দ কেজরিওয়াল – রাজধানীতে সাংবাদিক সম্মেলন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে (Arbind Kejriwal) লক্ষ্য করে জুতো ছোড়েন আম আদমি সেনার সদস্য বেদ প্রকাশ। ৯ এপ্রিল ২০১৬-র ঘটনা। মনমোহন সিংহ – ২০০৯ সালে আমদাবাদে এক মিছিলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে (Manmohan Singh) লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো। লালকৃষ্ণ…