মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মুখ, বিস্তারিত জানুন কে কোন দায়িত্বে

মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মুখ, বিস্তারিত জানুন কে কোন দায়িত্বে

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা : আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল। সম্ভাবনা তালিকার সঙ্গে মিলিয়ে মমতার মন্ত্রিসভায় এলেন ৮ জন নতুন মুখ। মমতা মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক। পূর্ণমন্ত্রী হলেন উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন বিপ্লব রায়চৗধুরী। শুধু প্রতিমন্ত্রীর দায়িত্বে সত্যজিত্‍ বর্মন, তাজমুল হোসেন ।

    • রাজ্য মন্ত্রিসভায় রদবদল, শপথ  ৮জন নতুন মন্ত্রীর।
    • পূর্ণমন্ত্রীর দায়িত্বে বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক ।
    • পূর্ণমন্ত্রীর দায়িত্বে উদয়ন গুহ, প্রদীপ মজুমদার।
    • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা
    • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৗধুরী
    • প্রতিমন্ত্রী হিসেবে শপথ  সত্যজিত্‍ বর্মন, তাজমুল হোসেনের

এক নজরে আজকের শপথগ্রহণকারীরা 

    • বাবুল সুপ্রিয় (পূর্ণমন্ত্রী)
    • স্নেহাশিস চক্রবর্তী (পূর্ণমন্ত্রী)
    • পার্থ ভৌমিক (পূর্ণমন্ত্রী)
    • উদয়ন গুহ (পূর্ণমন্ত্রী)
    • প্রদীপ মজুমদার (পূর্ণমন্ত্রী)
    • বীরবাহা হাঁসদা (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী)
    • বিপ্লব রায়চৌধুরী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী)
    • সত্যজিত্‍ বর্মন (প্রতিমন্ত্রী)
    • তাজমুল হোসেন (প্রতিমন্ত্রী)

‘ গত বছর এই ৩ অগাস্ট অত্যন্ত ভগ্ন হৃদয় হয়েছিল। আজও একটা ৩ অগাস্ট। এটুকুই বলতে চাইব ‘ , নতুন দায়িত্ব পেয়ে বললেন বাবুল সুপ্রিয়
‘ দলনেত্রীর নির্দেশ পালন করব, এটাই বলতে চাই। আগে সংগঠনের দায়িত্বে ছিলাম , এবার মন্ত্রিত্বে, এটুকুই ফারাক। দলনেত্রী যেমন বলবেন তেমনই কাজ করব ‘ শপথগ্রহণের পর বললেন পার্থ ভৌমিক। বললেন, যতুটুক দায়িত্ব দেবেন, একশো শতাংশ দিয়ে পালন করব ।
উত্তরবঙ্গ থেকে এবার মন্ত্রিত্বে উদয়ন গুহ। তাঁর বাবা ছিলেন বাম-আমলের মন্ত্রী। ছেলে এবার প্রথমবার মন্ত্রিত্বে। বললেন, ‘ রাজনীতিতে যত চ্যালেঞ্জ, ততই মজা। ‘
রাজ্য মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা । আগে ছিলেন অভিনেত্রী। বললেন, ‘ যখন অভিনয় করেছি, তখনও আদিবাসী সমাজের উন্নতির জন্য কাজ করেছি । এখনও তাই করব। মানুষের জন্য কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। ‘

(Source: abplive.com)