রিলায়েন্সে ৬০ হাজার চাকরি, আগামী তিন ত্রৈমাসিকের মধ্যে নিয়োগের পরিকল্পনা

রিলায়েন্সে ৬০ হাজার চাকরি, আগামী তিন ত্রৈমাসিকের মধ্যে নিয়োগের পরিকল্পনা

আরও আউটলেট

রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড খুচরো ব্যবসা বাড়াতে বেশ কয়েকটি গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে নতুন আউটলেট খুলেছে। আগামী কয়েকমাসেও তারা এই ধরনের আরও আউটলেট খোলার পরিকল্পনা করেছে।
সেই আউটলেটেই এই নিয়োগ করা হবে।
গত ত্রৈমাসিকে রিলায়্নেস রিটেল প্রায় ৭০০ স্টোর খুলেছে। যা নিয়ে মোট সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫৯০০-র কাছাকাছি। যার জেরে নতুন চাকরি পেয়েছেন প্রায় ১৭ হাজার। সব মিলিয়ে কর্মী সংখ্যা এখন প্রায় ৩ লক্ষ
৭৯ হাজারে।

উঁচু পদে নিয়োগ

উঁচু পদে নিয়োগ

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিড খুচরো ব্যবসায় বড় সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ১৫০-২০০ জন সিনিয়র একজিকিউটিভ। যাঁদের মধ্যে রয়েছে ভাইস প্রেসিডেন্টের
মতো পদও। উঁচু পদে এই নিয়োগ গ্লোবাল চেন থেকে করা হচ্ছে।
তবে বর্তমানে যেসব নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে অস্থায়ী পদও রয়েছে। দিল্লি, রাজস্থান, চণ্ডীগড় মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ব্যাপদ সংখ্যায় নিয়োগ করা হয়েছে।

বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি

বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি

রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স গত কয়েক মাসে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে জুলাইয়ে ইউনিট রিলায়েন্স রিটেল লিমিটেডের সঙ্গে আমেরিকার পোশাত সংস্থা গ্যাপ ইনকের সঙ্গে দীর্ঘমেয়াদি ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষর করেছে।

ক্রমেই জনপ্রিয়তা বেড়েছে

ক্রমেই জনপ্রিয়তা বেড়েছে

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে রিলায়েন্স রিটেল লক্ষ লক্ষ গ্রাহক হোক কিংবা বিক্রেতা কিংবা কৃষক সবার চাহিদা পূরণ করেছে, এমনটাই বলছে বাণিজ্যমহল। রিলায়েন্স রিটেল ডেলয়েটের গ্লোবাল পাওয়ার্স অফ রিটেইলিং
২০২০ সূচকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খুচরো বিক্রেতা হিসেবে স্থান করে নিয়েছে। বিশ্বের খুচরো বিক্রেতা সংস্থাগুলির মধ্যে ৫৬ তম এবং একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে বিশ্বের শীর্ষে থাকা ১০০ টি সংস্থার মধ্যে জায়গা করে নিয়েছে।