স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ, জানুন বিস্তারিত!

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ, জানুন বিস্তারিত!

সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (Steel Authority of India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেইনি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

SAIL Trainee Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হবে ৫ অগাস্ট থেকে। প্রার্থীদের আগামী ২০ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

SAIL Trainee Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২০০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

মেডিকেল অ্যাটেনডেন্ট ট্রেইনি ১০০টি পদ
ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ট্রেইনি ২০টি পদ
অ্যাডভান্সড স্পেশালাইজড নার্সিং ট্রেইনি (এএসএনটি) ৪০টি পদ
ডেটা এন্ট্রি অপারেটর/মেডিকেল ট্রান্সক্রিপশন ট্রেইনি ৬টি পদ
মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ট্রেইনি ১০টি পদ
হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেইনি ১০টি পদ
ওটি/অ্যানেস্থেশিয়া অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি ৫টি পদ
ডেভেলপ ফিজিওথেরাপি ট্রেইনি ৩টি পদ
রেডিওগ্রাফার ট্রেইনি ৩টি পদ
ফার্মাসিস্ট ট্রেইনি ৩টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Steel Authority of India Limited)
পদের নাম ট্রেইনি
শূন্যপদের সংখ্যা ২০০
কাজের স্থান ভারত
কাজের ধরন বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু ০৫.০৮.২০২২
আবেদনের শেষ তারিখ ২০.০৮.২০২২
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম কিছু জানানো হয়নি

SAIL Trainee Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের স্থান, তারিখ এবং সময় আবেদনপত্রে উল্লিখিত তাঁদের রেজিস্টার করা মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়াহবে। অফিসিয়াল ওয়েবসাইট ও আইজিএইচ-এর নোটিশ বোর্ডেও প্রার্থীদের সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে। প্রার্থীদের ইন্টারভিউতে উপস্থিত হতে হলে সমস্ত ডকুমেন্টের জেরক্স করা কপি ও আসল ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক igh.sailrsp.co.in করে দেখতে পারেন।

Published by:Rachana Majumder

(Source: news18.com)