বাংলাদেশঃ আওরঙ্গজেবের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশঃ  আওরঙ্গজেবের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার (৩ আগস্ট)।

এ উপলক্ষ্যে তার স্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ তাদের সব আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন। সাবেক এমপি আওরঙ্গজেবের ছেলে আয়মান অর্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সাবেক এমপি কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব ২০১৩ সালের ৩ আগস্ট ঢাকা থেকে দলীয় একটি ইফতার মাহফিলে যোগদানের উদ্দেশ্যে তার নির্বাচনী এলাকা শরীয়তপুরের ডামুড্যা আসার পথে মুন্সীগঞ্জের মেদেনী মন্ডল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীসহ তিনি মারা যান।

উল্লেখ্য, কে.এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব ১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-(পালং-জাজিরা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। পরে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে নির্বাচনও করেছেন।

এছাড়াও তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। আর বর্তমানে তার স্ত্রী অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

সান নিউজ/কেএমএল