ফের জুডোয় ভারতের ঘরে মেডেল, ৭৮ কেজিতে রূপো জিতলেন তুলিকা মান

ফের জুডোয় ভারতের ঘরে মেডেল, ৭৮ কেজিতে রূপো জিতলেন তুলিকা মান

Commonwealth Games 2022:  চূড়ান্ত পর্যায়ে এসে থমকে গেল বিজয়রথ। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মহিলাদের ৭৮ কেজি জুডোতে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তুলিকা মানকে (Tulika Maan)। ফাইনালে স্কটল্যান্ডের সারাহ অ্যাডলিংটনের কাছে হেরে গেলেন তিনি। যদিও এই পদক জয়ের ফলে জুডোয়  ভারতের ঝুলিতে তিন নম্বর পদক নিশ্চিত করলেন মান (Tulika Maan)।

জুডোয় এল রূপো

এদিন বিপক্ষকে প্যাঁচে ফেলতে প্রথম থেকেই ধৈর্য্য দেখান তুলিকা। শান্তভাবে অপেক্ষা করেন প্রতিপক্ষের আক্রমণের। অ্যাডলিংটনের প্রথম পদক্ষেপের ওপরেই তাঁর নজর ছিল। ভেবেই রেখেছিলেন, সারাহ অ্যাটাকে গেলেই পালটা আক্রমণে বিপক্ষকে অবাক করে দেবেন তিনি। যদিও সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখেনি। ইপ্পন প্যাচেই হেরে যান ২২ বছরের এই জুডোকার।

এর আগে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে  ফাইনালে পৌঁছন তুলিকা।  বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) জুডো থেকে তৃতীয় পদক নিশ্চিত করেন তিনি। নিউজিল্যান্ডের সিডনি অ্যান্ড্রুসকে ইপ্পন প্যাঁচের মাধ্যমে কুপোকাত করেন মান। ম্যাচের শুরুতে ওয়াজা-আরি প্যাঁচের মাধ্যমে তুলিকাকে বিপাকে ফেলেন। তবে ভারতের অন্যতম সেরা জুডোকার, তুলিকাও হার মানার পাত্রী নন। তিনিও ইপ্পন প্যাচের মাধ্যমে দুর্দান্তভাবে কামব্যাক করেন। ম্যাচটি এক মিনিট ৫৩ সেকেন্ডেই শেষ হয়ে যায়। ফাইনালে পৌঁছনোয় অন্তত রুপো জয় সুনিশ্চিত করে ফেলেন তুলিকা।

বুধবারই কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জেতেন সৌরভ ঘোষাল। বঙ্গ সন্তানের দৌলতে কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে প্রথম পদক জেতে ভারত। জেমস উইলসট্রপ-কে ৩-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াশের মেইনস সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সৌরভ । যার জেরে স্কোয়াশে ইতিহাস গড়ল দেশ।  ইতিমধ্য়েই তার এই জয়ে আবেগে ভাসছে দেশবাসী। বুধবার সবকিছু হার মানল তার ইচ্ছের কাছে । ইতিহাস গড়লেন  সৌরভ ঘোষাল। এদিন কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জয়ের পর সৌরভ ঘোষালকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

(Source: abplive.com)