কমনওয়েলথ গেমসের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীতের ভারত, বার্বাডোজ-বধ ১০০ রানে

কমনওয়েলথ গেমসের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীতের ভারত, বার্বাডোজ-বধ ১০০ রানে

Cricket

oi-Manojit Maulik

কমনওয়েলথ গেমসে এবারই প্রথম রয়েছে মহিলাদের ক্রিকেট। গ্রুপ এ-তে অস্ট্রেলিয়ার কাছে হেরে অভিযান শুরু করলেও পাকিস্তানের পর বার্বাডোজকেও উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের ভারত। অস্ট্রেলিয়া বুধবার পাকিস্তানকে হারানোয় গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ভারত গেল এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে।

এই ম্যাচ দুটি দলের কাছেই ছিল ডু অর ডাই। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ। ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। তিনে নেমে ছটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেনার শেফালি ভার্মা করেন ২৬ বলে ৪৩। দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। স্মৃতি মান্ধানা ৫, হরমনপ্রীত কৌর ০ ও তানিয়া ভাটিয়া ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বার্বাডোজ। শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬২ রান তোলে তারা। কাইসোনা নাইট ২০ বলে ১৬ করেন, শাকিরা সেলমান ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ভারত অধিনায়ক এদিন নিজে বোলিং করেন, সবমিলিয়ে আটজন এই ম্যাচে হাত ঘোরান।

রেণুকা সিং চার ওভারে ১০ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন। স্নেহ রানা, রাধা যাদব ও হরমনপ্রীত কৌর একটি করে উইকেট নেন। করোনা জয়ের পর এই প্রখম খেলতে নেমে ২ ওভার বল করে ৭ রান দেন পূজা বস্ত্রকার। ২০১৮ সালে মালয়েশিয়াকে ভারত ১৪২ রানে হারিয়েছিল। তারপর এই ১০০ রানে জয় ভারতীয় মহিলা দলের কাছে সর্বাধিক ব্যবধানে জয়ের নিরিখে রইল দ্বিতীয় স্থানে। কাল দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ইংল্যান্ডের সামনে নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলের ভিত্তিতেই নির্ধারিত হবে সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা হতে চলেছে। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। কমনওয়েলথ গেমসে সব ম্যাচই হারল পাকিস্তান।

(Source: oneindia.com)