রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হবে বাংলাতে! কীভাবে-কোথায় আবেদন রইল বিস্তারিত

রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হবে বাংলাতে! কীভাবে-কোথায় আবেদন রইল বিস্তারিত

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত ডেটা এন্ট্রি পদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে তা করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি আবেদন পত্রের জন্যে এক্লাধিক প্রয়োজনীয় এবং প্রমাণ্য নথি জমা দিতে হবে। তবে সমস্ত বিস্তারিত তথ্য জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

ডেটা এন্ট্রি কাজের জন্যে এই নিয়োগ করা হবে

ডেটা এন্ট্রি কাজের জন্যে এই নিয়োগ করা হবে

রূপশ্রী প্রকল্পে কাজের জন্যে এই নিয়োগ করা হবে। মূলত ডেটা এন্ট্রি কাজের জন্যে এই নিয়োগ করা হবে। আর তা নিয়োগ করা হবে কালিম্পং জেলার জন্যে। তবে মাত্র একটি মাত্র শূন্যপদের জন্যেই নিয়োগ করা হবে। ফলে দেরি না করে আজই আবেদনের কথা বলা হয়েছে। তবে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। আর তা পড়তে এই লিঙ্কে – https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2022/07/2022072738.pdf – ক্লিক করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

মূলত গ্র্যাজুয়েট পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে পাশ করলেই আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। তবে আবেদনকারীকে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে জানতে হবে। এছাড়াও কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমাও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

এই পদে আবেদনের জন্যে শেষ তারিখ আগামী ১৭ অগাস্ট। এই সময়ের মধ্যেই যোগ্য প্রার্থীদের আবেদন নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছতে হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও যোগ্য প্রার্থীকে প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। বলে রাখা প্রয়োজন এই পদের জন্যে নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানা যাবে। যুবক এবং যুবতী উভয়ই এই পদের জন্যে আবেদন করা যাবে।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। এরপর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পদের জন্য প্রার্থীকে বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা। বিস্তারিত জেনেই আবেদন করুন এই পদের জন্যে।