TRP List: জয়ের ধারা অব্যাহত, ফের টিআরপি তালিকায় শীর্ষে ‘মিঠাই’

TRP List: জয়ের ধারা অব্যাহত, ফের টিআরপি তালিকায় শীর্ষে ‘মিঠাই’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার মানেই টিআরপির ফলাফল প্রকাশের দিন। এই দিন সবার চোখ আটকে কে কাকে টেক্কা দিল? কে পেল শীর্ষস্থান? গত সপ্তাহে শীর্ষস্থান দখল করেছিল মিঠাই। এই সপ্তাহেও তার অন্যথা হল না। দ্বিতীয় স্থানে থাকা লক্ষ্মী কাকিমাকে পিছনে ফেলে এবারও সেরার সেরা মিঠাই। লক্ষ্মী কাকিমার থেকে তাঁর ব্যবধান অনেকটাই। তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং। গত কয়েক সপ্তাহ ধরেই জি বাংলার কাছে পিছিয়ে পড়েছে স্টার জলসার ধারাবাহিক। এই সপ্তাহেও তা জারি রয়েছে টিআরপি তালিকায়।

মিঠাইয়ে গত সপ্তাহে চলছিল টানটান পর্ব। গুলিবিদ্ধ হয় মিঠাই। হাসপাতালে ভর্তি হতে হয় গল্পের নায়িকাকে। এরই মাঝে শুরু হয়েছিল জোর জল্পনা যে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু তা কার্যত জল্পনা হয়েই থেকে যায়। কিন্তু টানটান চিত্রনাট্য, মিঠাইয়ের অসুস্থতা ও তাঁর সঙ্গে সিডের রসায়ন অনেকটাই এগিয়ে দিয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৮.৪। এই নিয়ে ৫৩ তম সপ্তাহে সেরা ধারাবাহিকের তকমা পেল এই ধারাবাহিক।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা লক্ষ্মী কাকিমা সুপারস্টার পেয়েছে ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে ফড়িং ও ব্যাঙ্কবাবু। তাদের রেটি ৭.৫। মাত্র ০.১ নম্বর কম পেয়ে চতুর্থ স্থানে রয়েছে গাঁটছড়া। ঋদ্ধির ব্যবসায় সাহায্য করতে এগিয়ে এসেছে খড়ি, কিন্তু তার বিশেষ প্রভাব পড়ছে না টিআরপি-তে। বেশ অনেকদিন ধরেই টিআরপি তালিকায় ভালো পারফর্ম করতে পারছে না এই ধারাবাহিক। প্রথম স্থান থেকে অনেকটাই নিচে নেমে এসেছে গাঁটছড়া।

বেশ কয়েকদিন আগেই মিঠাইকে জোর টক্কর দিয়ে প্রথম স্থান দখল করেছিল ধুলোকণা। তবে অনেকটাই পিছিয়ে এই ধারাবাহিক রয়েছে ষষ্ঠ স্থানে। তার প্রাপ্ত নম্বর ৬.৮। পঞ্চম স্থানে রয়েছে গৌরী এলো। গাঁটছড়ার থেকে মাত্র ০.১ নম্বর পিছিয়ে রয়েছে এই ধারাবাহিক।

এক নজরে দেখা যাক, এই সপ্তাহে কত নম্বর পেয়ে কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক….

প্রথম- মিঠাই (৮.৪)

দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)

তৃতীয়- আলতা ফড়িং (৭.৫)

চতুর্থ- গাঁটছড়া (৭.৪)

পঞ্চম- গৌরী এলো (৭.৩)

ষষ্ঠ- ধুলোকণা (৬.৮)

সপ্তম- এই পথ যদি না শেষ হয় (৬.২)

অষ্টম- মন ফাগুন (৫.৯)

            অনুরাগের ছোঁয়া (৫.৯)

নবম– উমা (৫.৮)

দশম- খেলনা বাড়ি (৫.১)

(Source: zeenews.com)