CWG 2022, Saurav Ghosal : ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে কেঁদে ফেললেন বঙ্গতনয়

CWG 2022, Saurav Ghosal : ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে কেঁদে ফেললেন বঙ্গতনয়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এ ভাবেই ঘটে আবেগের বহিঃপ্রকাশ। সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন। ব্রোঞ্জ জিতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবুও তো বাঙালি হিসেবে ইতিহাস গড়লেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। আর তাই চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) স্কোয়াশ থেকে প্রথম পদক জিতেই কেঁদে ফেললেন বঙ্গতনয়।

মঙ্গলবার নিউজিল্যান্ডের পল কলের কাছে সেমিফাইনালে হেরে সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন সৌরভ। তবে ভেঙে পড়লেও, হাল ছাড়েননি। বুধবার স্কোয়াশের মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারিয়ে দেন তিনি। ফলে স্কোয়াশ থেকে প্রথম পদক জিতে ইতিহাস লিখে ফেলেন বাংলার সৌরভ।

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়াটা সৌরভের কাছে বড় ধাক্কা ছিল। তবে পদক জিততে সৌরভ যে কতটা মরিয়া ছিলেন, সেটা বুধবার তাঁর খেলাতেই প্রমাণিত। এর আগে নয় ম্যাচের আটটিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকে হারিয়েই স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ। আর এর পরেই আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচের শেষে কেঁদে ফেলেন। সেই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

কেরিয়ারের চার নম্বর কমনওয়েলথ গেমসে খেলতে নেমে সৌরভ এই প্রথম সিঙ্গলসে পদক জিতলেন। এর আগে সৌরভের ঝুলিতে একটি মাত্র কমনওয়েলথ গেমসের মেডেল ছিল। ২০১৮ সালে গোল্ড কোস্টের মিক্সড ডাবলসে রুপো জিতেছিলেন তিনি।

কমনওয়েলথ গেমসের ইতিহাসে স্কোয়াশ থেকে ভারতের এটি চতুর্থ পদক। এর আগে দীপিকা পাল্লিকাল-চিনাপ্পা জুটি ২০১৪ সালে ডাবলসে সোনা জিতেছিলেন। এরপর ২০১৮ সালে জুটিতে ব্রোঞ্জ জেতেন। সেই বছরই সৌরভ-দীপিকা জুটি বেঁধে মিক্সড ডাবলসে রুপো জিতেছিলেন।

(Source: zeenews.com)