#কলকাতা: সকালে শেষ প্রস্থের জেরা সম্পূর্ণ হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছলেন। সেখানেই আজ রুটিন চেক-আপ হওয়ার পরে তাঁদের নিয়ে যাওয়া হবে কলকাতা নগর দায়রা আদালতে। ইতিমধ্যেই দু’দফায় পার্থ-অর্পিতার ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ কোন কোন তথ্য ইডি আদালতের সামনে পেশ করবে, তা শোনার অপেক্ষায় রাজ্যের মানুষ।
ইডি সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পর থেকে আজ পর্যন্ত তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। দিনের পর দিন ইডি আধিকারিকরা তাঁকে নানা বিষয়ে নানা প্রশ্ন করলেও, মুখে একেবারে কুলুপ এঁটে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এমনকি বহু তথ্য গোপন করছেন বলেও অভিযোগ। তবে অনেক বেশি তথ্য দিয়ে সাহায্য বলছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, ৩ অগাস্ট এসএসসি দুর্নীতি-মামলার শুনানিতে বিচারক অভিযুক্ত পার্থ-অর্পিতাকে ৫ অগাস্ট অর্থাৎ আজ শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ, আজ তাঁদের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এমতাবস্থায় তাই কোনও সময় নষ্ট করতে নারাজ ইডি। ফলে সকাল থেকেই শুরু হয় জেরা। সূত্রের খবর, আজ কিছু CD আদালতে জমা দেবেন ইডি কর্তারা। আর সেখানে থাকা নতুন তথ্যের ভিত্তিতে ফের তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। ইডি কর্তাদের দাবি, জেরায় উঠে আসা নতুন নানা তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত চলবে।