লড়াই করে জয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হকির ফাইনালে ভারত, নিশ্চিত পদকও

লড়াই করে জয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হকির ফাইনালে ভারত, নিশ্চিত পদকও

বার্মিংহাম: বিভিন্ন খেলার পণ্ডিতেরা বলে থাকেন, নিজের দিনে সেরা খেলা চর্চার বিষয় নয়। সেটাই স্বাভাবিক। বরং তারিফ করা উচিত সেই দিনের পারফরম্যান্সের, যেদিন আপনার কিছুই প্রত্যাশামাফিক হচ্ছে না। অথচ যুদ্ধভূমি আঁকড়ে পড়ে রয়েছেন। হার না মানা মানিকতা নিয়ে।

শনিবার যেন সেই নিয়ম মেনেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত (Ind vs SA)। কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকির সেমিফাইনালে ভারতীয় পুরুষ হকি দলের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৩-২ গোলে হারাল ভারত। পৌঁছে গেল ফাইনালে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, খালি হাতে ফিরতে হবে না বার্মিংহাম থেকে। ফাইনালে ওঠা রুপোর পদক নিশ্চিত। এবার শুধু পরীক্ষা, ফাইনালেও জিতে ভারত চ্যাম্পিয়ন হয় কি না। সোনা জিতে দেশে ফেরে কি না।

ম্যাচে শুরুর দিকে ছিল ভারতের দাপট। দ্বিতীয় কোয়ার্টার যখন শেষ হয়, ২ গোলে এগিয়ে ছিল ভারত। তবে তৃতীয় কোয়ার্টারে একটি গোল হজম করতে হয়। মন্যাচের ফল ছিল ভারতের পক্ষে ২-১। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দলই একটি করে গোল করে। সব মিলিয়ে ৩-২ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারত।

পালোয়ানদের দাপট

চলতি কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতীয় পালোয়ানদের দাপট চলছে। কুস্তিতে সোনা জিতলেন নবীন। পুরুষদের কুস্তির ৭৪ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে নবীনের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের শরিফ তাহির। পাক প্রতিপক্ষ মানেই স্নায়ুর যুদ্ধ। যে দ্বৈরথে কার্যত একপেশেভাবে জিতলেন নবীন। ৯-০ ব্যবধানে হারালেন প্রতিপক্ষকে। কুস্তিতে এ নিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ষষ্ঠ সোনা এল। শনিবার এল মোট তিন সোনা।

সোনার দৌড়

গ্লাসগো, গোল্ড কোস্টের পর বার্মিংহাম। টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতলেন ভিনেশ ফোগত (Vinesh Phogat)। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ২০১৪ গ্লাসগো ও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর। ভারতীয় কুস্তিগীরের হাত ধরে চলতি কমনওয়েলথে ১১ তম সোনা এল ভারতের ঝুলিতে। বার্মিংহাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ১১টি সোনার পাশাপাশি ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।

সোনা রবি দাহিয়ার

অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অলিম্পিক্সের মঞ্চে। কমনওয়েলথে অবশ্য বাজিমাত করলেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। বার্মিংহামে দেশকে দশম সোনা এনে দিলেন ভারতীয় এই কুস্তিগীর। পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে আগাগোড়া দাপট দেখিয়ে নাইজেরিয়ার এবিকেয়েনিমো ওয়েলসনকে ১০-০ ফলে হারিয়ে বাজিমাত করেন রবি। প্রসঙ্গত, সেমিফাইনালে পাকিস্তানের আসাদ আলিকে ১২-৪ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে ভর করেই ফাইনালে খেলতে নেমেছিলেন অলিম্পিক্সের রুপোজয়ী, তাতে ভর করেই সোনা জিতে নিলেন তিনি। এদিকে, মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট।