লড়াই করে জয়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হকির ফাইনালে ভারত, নিশ্চিত পদকও
বার্মিংহাম: বিভিন্ন খেলার পণ্ডিতেরা বলে থাকেন, নিজের দিনে সেরা খেলা চর্চার বিষয় নয়। সেটাই স্বাভাবিক। বরং তারিফ করা উচিত সেই দিনের পারফরম্যান্সের, যেদিন আপনার কিছুই প্রত্যাশামাফিক হচ্ছে না। অথচ যুদ্ধভূমি আঁকড়ে পড়ে রয়েছেন। হার না মানা মানিকতা নিয়ে। শনিবার যেন সেই নিয়ম মেনেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ভারত (Ind vs SA)। কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকির সেমিফাইনালে ভারতীয় পুরুষ হকি দলের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৩-২ গোলে হারাল ভারত। পৌঁছে গেল ফাইনালে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল, খালি হাতে…