ফুলতে শুরু করেছে পার্থ চট্টোপাধ্যায়ের পা, হাসপাতালে পাঠানো হবে কি?

ফুলতে শুরু করেছে পার্থ চট্টোপাধ্যায়ের পা, হাসপাতালে পাঠানো হবে কি?

ভারী চেহারায় মাটিতে শুতে অসুবিধা হয়। তাই আবেদন করেছিলেন খাটের। সেটা পেয়েছেন। কিন্তু জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলতে শুরু করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি পার্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে?‌ বিষয়টি নজরে রেখেছেন জেল কর্তৃপক্ষ। তবে জেল সূত্রে খবর, এখনও জেল হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

কী করছেন জেলে পার্থ?‌ জেল সূত্রে খবর, স্বাভাবিকভাবে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কথা কম বলছেন। সংবাদপত্র পড়ছেন না। তবে ম্যাগাজিনে চোখ বোলাচ্ছেন। খাবার পছন্দ না হলেও খাচ্ছেন। পার্থের সেলে টিভি নেই। রবিবার দুপুরে জেলে সাধারণ খাবার খেয়েছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের পা ফোলার সমস্যা বাড়ছে। সেদিকে নজর রাখছেন জেলের চিকিৎসকরা। এখনই তাঁকে জেল হাসপাতালে রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর,‌ নিজের চিকিত্‍সা নিয়ে হতাশ পার্থ চট্টোপাধ্যায়। তিনি চিকিত্‍সা করাতে চান। তাই জেল কর্তৃপক্ষকে আবেদন করেছেন। তবে জেল কর্তৃপক্ষের উপর ভরসা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের পা কেমন রয়েছে?‌ সেদিকে বিশেষ নজর রাখছে জেল কর্তৃপক্ষ। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে।

উল্লেখ্য, বিনিদ্র রাত্রী জেগে কাটানোর জন্যও পা ফউলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পার্থের কাতর আবেদনে খাট মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শেই তাঁকে খাট দেওয়ার সিদ্ধান্ত নেন জেল কর্তৃপক্ষ। এবার সোমবার পা ফোলার কারণে চিকিৎসক দেখানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।