মিড ডে মিল প্রকল্পে বাংলায় কর্মী নিয়োগ, বেতন প্রায় ১৩ হাজার

মিড ডে মিল প্রকল্পে বাংলায় কর্মী নিয়োগ, বেতন প্রায় ১৩ হাজার

কোন পদে এই নিয়োগ-

মিড ডে মিলের Data Entry Operator (DEO) পদের জন্যে এই নিয়োগ করা হবে। একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবে। তবে আবেদনের আগে বিংপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/1067.pdf – ক্লিক করতে হবে।

বেতন শিক্ষাগত যোগ্যতা-

বেতন শিক্ষাগত যোগ্যতা-

ইতিমধ্যে ব্লক ডেভালোপমেন্ট অফিসার, Burdwan-I-এর মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অন্যদকে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারী ক্লাস ১০ কিংবা ক্লাস ১২ পাশ করতেই হবে। জানতে হবে কম্পিউটার। এমনকি এই সংক্রান্ত নথিও প্রয়োজনে পেশ করতে হবে জানানো হয়েছে।

কীভাবে নিয়োগ-

কীভাবে নিয়োগ-

Office Of The Block Development Officer, Kharagpur-I। এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে www.paschimmedinipur.gov.ইন – এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন। তবে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে তিনটি ভাগে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রথমে আবেদকারীকে Written Test দিতে হবে। এরপর Practical Test এরপর যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এমনটাই প্রকাশিত খবরে জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবে-

কীভাবে আবেদন করবে-

অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। এই লিঙ্কে https://www.paschimmedinipur.gov.ইন/ – ক্লিক করে এই পদের জন্যে আবেদন করা যাবে। আবেদনের আগে ভালো ভাবে বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।