Photographer Posts: ফোটো তোলার শখ রয়েছে? সরকারি চাকরি হাতের মুঠোয়

Photographer Posts: ফোটো তোলার শখ রয়েছে? সরকারি চাকরি হাতের মুঠোয়

এই পদের জন্যে আবেদন করা যাবে

আগামীকাল ১০ অগাস্ট থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। আর তা ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এমনটাই ওডিশা স্টাফ সিলেকশন কমিশনের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করতে বলা হলে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- file:///C:/Users/greynium/Downloads/Notice%20I%20&%20PR_0001.pdf ক্লিক করতে হবে।

৯টি পদের জন্যে এই নিয়োগ করা হবে

৯টি পদের জন্যে এই নিয়োগ করা হবে

মোট ৯টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই মতো সিনিয়র ক্যামেরাম্যান হিসাবে দুজনকে নিয়োগ করা হবে। ফটোগ্রাফার হিসাবে দুজনকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অপারেটর হিসাবে তিনটি শূন্যপদ রাখা হয়েছে। ইনডেক্স দুটি পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে

একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে। এই পদের জন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। যদিও তা আগামীকাল বুধবার থেকে খুলে দেওয়া হবে। যে লিঙ্কে আবেদন করতে হবেসেটি হল- ossc.gov.ইন। সুবর্ন সুযোগ। দেরি না করে বুধবার সকালে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা ১০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে। অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ দিন ৯ সেপ্টেম্বর। সিনিয়র ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফার পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে প্রতি মাসে ₹ 25300 মাসিক বেতন দেওয়া হবে। অন্যদিকে, ইনডেক্স এবং সহকারী অপারেটর পদের জন্য, 12,600 টাকা মাসিক বেতন দেওয়া হবে। অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্যগুলি জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

নুন্যতম ক্লাস ১০ পাশ পড়ুয়ারা এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এছাড়াও ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিতে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এমনটাই জানানো হয়েছে।

আবেদনের বয়সসীমা-

আবেদনের বয়সসীমা-

এই বিষয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ওডিশা স্টাফ সিলেকশন কমিশনের তরফে। তবে এই পদের জন্যে নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩৮ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।