‘ভারতে আসা তীর্যযাত্রার সমান’, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মার্কিন সঙ্গীতশিল্পী মেরি মিলবেন

‘ভারতে আসা তীর্যযাত্রার সমান’, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মার্কিন সঙ্গীতশিল্পী মেরি মিলবেন

আমেরিকার সঙ্গীতশিল্পী মেরি মিলবেন ৭৫ তম স্বাধীনতা দিবস ভারতে আসছেন। তাঁকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, এই আমন্ত্রণ পেয়ে গর্ব অনুভব করছেন। ভারত সফরে তিনি দিল্লির পাশাপাশি লখনউয়ে যাবেন। মেরি মিলবেন ‘জনগণমন’ ও ‘ওম জয় জগদীশ’ গানের জন্য ভারতীয়দের কাছে পরিচিত। এই দুটো গান গেয়ে তিনি ভারতীয়দের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন সঙ্গীতশিল্পী মেরি মিলেবন জানিয়েছেন, ভারতের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি গর্বিত। তাঁর কাছে এটি তীর্থযাত্রার থেকে কোনও অংশে কম নয়। মার্টিন লুথার কিং জুনিয়রের পদাঙ্ক অনুসরণ করে তিনি ভারতে আসবেন। ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষে সংস্কৃতির রাষ্ট্রদূত হিসেবে আমি আমেরিকাকে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। আমি ভারত ও বিশ্বজুড়ে ভারতীয়দের সঙ্গে একটি অর্থবহ সম্পর্ক উদযাপন করতে চলেছি। ভারত ও আমেরিকার মধ্যে একটি গণতান্ত্রিক সম্পর্ক মজবুতের সাক্ষী হতে পারব ভেবেই আমি রোমাঞ্চিত হচ্ছি। তিনি একটি টুইটে লেখেন, আমি যখন ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি মার্টিন লুথার কিং জুনিয়রের একটি কথা কানে বাজছে। অন্যান্য দেশে আমি পর্যটক। কিন্তু ভারতে আমি একজন তীর্থযাত্রী হিসেবে আসি।

একটি রিপোর্ট অনুসারে ইন্ডিয়া স্পোরার প্রতিষ্ঠাতা এমআর রাঙ্গাস্বামী মার্কিন সঙ্গীতশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি ১০ আগস্ট সন্ধ্যায় পিয়ানো প্রডিজি লিডিয়াম নাধাস্বরামের সঙ্গে পরিবেশন করবেন। ২০২০ সালে স্বাধীনতা দিবস উদযাপনের সময় জাতীয় সঙ্গীতের ভার্চুয়াল পারম্যান্সে মিলবেন উপস্থিত ছিলেন। সেই সময় করোনা মহামারীর জন্য তিনি স্বশরীরে ভারতে আসতে পারেননি।
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের কর্মসূচি হিসেবে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা ভারতের সমস্ত স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। ১৫ আগস্ট পর্যন্ত ভারতের পাশাপাশি বিদেশি পর্যটকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এএসআই-এর অধীনে থাকা স্মৃতিস্তম্ভগুলোতে ১৫০টি করে জাতীয় পতাকা লাগানো হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্র দেশের প্রতিটি নাগরিককে তাঁদের বাড়িতে পতাকা উত্তোলনের আবেদন করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ডিপি জাতীয় পতাকার ছবি দেওয়ার জন্য দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। এছাড়াও ইসরোর অধীনে ভারতীয় গ্রামগুলোর ৭৫টি স্কুলের ৭৫০ জন ছাত্রী একটি উপগ্রহ তৈরি করেছে। ৭ আগস্ট রবিবার সেটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে।