কলকাতা: মোহনবাগানের নতুন টেন্টের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে হাজির হয়ে মমতা বলেন, ”মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। আমি পুরো মোহনবাগান পরিবারকে, মোহনবাগান (Mohun Bagan) ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাবের ইতিহাস কোনও দিনও ভুলবে না যে খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই ক্লাবের ফুটবলাররা।” এদিন মোহনবাগান ক্লাব
কী বলছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
মুখ্যমন্ত্রী আরও বলেন, ”একদিকে দেশের আন্দোলন হয়েছে। অন্যদিকে মোহনবাগান খেলার মধ্যে দিয়ে জাতীয়তাবোধ সবার কাছে পৌঁছে দিয়েছে। যাঁরা এই ক্লাবটি গড়েছেন, তৈরি করেছেন, আগামী দিনের জন্য় তৈরি করে রেখে যাচ্ছেন, তার গুরুত্ব অপরিসীম। এই ক্লাবগুলোকে কেন্দ্র করেই দেশপ্রেম, একতা, সম্প্রীতি তৈরি হয়। এই ক্লাবের মাটি সোনার চেয়েও খাঁটি।”
অচিন্ত্য, সৌরভকে আর্থিক পুরস্কার
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছেন বাংলার অচিন্ত্য শিউলি। স্কোয়াশে ব্রোঞ্জ জিতেছেন সৌরভ ঘোষাল। মমতা বলেন, ”অচিন্ত্য শিউলি কমনওয়েলথে সোনা পেয়েছে। আগামী ১৬ অগাস্ট আমাদের খেল দিবস পালন করা হয়। সেই দিনেই অচিন্ত্যর হাতে ৫ লক্ষ টাকা ও সৌরভের হাতে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। ৩৪ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দিয়েছি।”
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লাইফ মেম্বারশিপ কার্ড তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও মোহনবাগান ক্লাবের সবুজ মেরুণ উত্তরীয় পরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রীর হাতে ফুটবলও তুলে দেওয়া হয় এদিন। ক্লাবের পক্ষ থেকে বিশেষ মেমেন্টো তুলে দেওয়া হয়।
এদিকে, রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অটোর চালক সহ ৯ মহিলা যাত্রীর মৃত্যুর ঘটনা দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদি প্রত্যেকেই। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। শেষকৃত্যের জন্যও প্রতি পরিবারকে দেওয়া হবে ২ হাজার টাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”আমরা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান করব৷ সমব্যাথী প্রকল্পের অধীনে, মৃতদের শেষকৃত্য সম্পাদনের জন্য ২০০০ টাকা দেওয়া হবে ৷” উল্লেখ্য, মঙ্গলবারই রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাণ যায় অটোর চালক ও ৮ মহিলা যাত্রীর। বেপোরোয়া গতির জন্যই কি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
(Source: abplive.com)