কলকাতা: একটা বদল যেন রাতারাতি গোটা দলের শরীরী ভাষাটাই বদলে দিয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের লক্ষ্যে মাস দুয়েক আগে কোচ করে আনা হয়েছিল ডেভ হাউটনকে (Dave Houghton)। আর যিনি কোচের দায়িত্বে ছিলেন, সেই লালচাঁদ রাজপুতকে টিম ডিরেক্টর করে দেওয়া হয়। ফলও মেলে। হাউটনের প্রশিক্ষণে জিম্বাবোয়ে দল হিসাবে অনেক সাহসী ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন রেগিস চাকাভা, সিকন্দর রাজা-রা। বাংলাদেশকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই হারিয়ে সিরিজ জিতেছে জিম্বাবোয়ে।
যে কারণে ভারতকে (Team India) সতর্ক করে দিচ্ছেন প্রাক্তন বাঁহাতি স্পিনার মনিন্দর সিংহ (Maninder Singh)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজে ভারতকেই ফেভারিট বলে মনে করছেন মনিন্দর। সেই সঙ্গে সতর্কও করে দিচ্ছেন। কারণ, প্রাক্তন স্পিনারের মতে, চমক দিতে পারে জিম্বাবোয়ে।
দীর্ঘদিন পর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলছে ভারত। সম্প্রতি বাংলাদেশকে দুই সিরিজে হারিয়েছে জিম্বাবোয়ে। আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতই কি এগিয়ে? নাকি চমক দেবে জিম্বাবোয়ে? এবিপি লাইভের প্রশ্নে মনিন্দর বলছেন, ‘বাংলাদেশকে হারিয়েছে বলে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা আত্মবিশ্বাসী থাকবে। ভারতীয় দল খাতায় কলমে শক্তিশালী। কিন্তু সহজ হবে না লড়াই।’
মনিন্দর মনে করিয়ে দিচ্ছেন, হাউটনের দায়িত্বপ্রাপ্তি ‘এক্স ফ্যাক্টর’ হয়ে দাঁড়াতে পারে। সেই হাউটন, যাঁর প্রশিক্ষণে ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছিল জিম্বাবোয়ে। মনিন্দর বলছেন, ‘কোচ পরিবর্তন দারুণ কাজে দিয়েছে ওদের। সিকন্দর রাজাকে দেখুন। আগে বেশি বোলিং করত না। এখন করছে। বাংলাদেশের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স করেছে। ভারতীয় দল যেন ভেবে না বসে যে, সহজ খেলা হবে। ভারতীয় দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছে। অনেকে চোট কাটিয়ে ফিরছে। কঠিন টক্কর হবে সিরিজে।’
জিম্বাবোয়ে সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দলে এক ঝাঁক ওপেনার রয়েছেন। কে এল রাহুল ও শিখর ধবন তো আছেনই। পাশাপাশি শুভমন গিল, ঈশাণ কিষাণ, রাহুল ত্রিপাঠি থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়, সকলেই ওপেন করতে পারেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে কারা ওপেন করবেন বলে মনে হচ্ছে? মনিন্দর নিশ্চিত যে, রাহুল-ধবন জুটিকেই শুরুতে দেখা যাবে। বলছেন, ‘কে এল ওপেন করবে। ধবন তো ওপেনারই। রুতুরাজ তিন নম্বরে খেলেও ভাল করে। ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার যে, ওপেনিংয়ে অনেক বিকল্প রয়েছে। রাহুল ত্রিপাঠি বা ঈশান কিষাণও ভাল করবে। তবে মিডল অর্ডারেও বাকিরা ভাল খেলবে। ওপেনিংয়ে রাহুল-ধবন জুটিই থাকবে।’
(Source: abplive.com)