নয়াদিল্লি: বক্সিংয়ে সোনা জিতে দেশকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। সেই নিখাত জারিন এবার বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর সই পেতে পারেন। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বেলা এগারোটায় কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি।
পদক জয়ের পরই জারিন জানিয়েছিলেন যে, বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর স্বাক্ষর নেবেন। শনিবার সেই সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। কারণ, প্রধানমন্ত্রী নিজ বাসভবনে পদকজয়ীদের সঙ্গে কথা বলবেন। সকলকেই ব্যক্তিগতভাবে জানাবেন অভিনন্দন। জারিনের সঙ্গে কথা বলবেন তিনি।
PM Modi to host CWG 2022 medal winners, Nikhat Zareen may get autograph on boxing gloves
Read @ANI Story |https://t.co/OXPNx2qw7z#PMNarendraModi #CommonwealthGames22 #NikhatZareen pic.twitter.com/xvdQ6zCUQp
— ANI Digital (@ani_digital) August 12, 2022
বার্মিংহামে সোনা
তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ গেসমে (CWG 2022) সোনা জিতে নিয়েছিলেন নিখাত জারিন (Nikhat Zareen)। আর এই ‘সোনার’ মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে জানিয়েছিলেন অভিনন্দন।প্রধানমন্ত্রীর ফেসবুক হ্যান্ডলে লেখা হয়েছে, “নিখাত জারিন ভারতের গর্ব । উনি একজন বিশ্বমানের অ্যাথলিট, যাঁর দক্ষতা প্রশংসিত। কমনওয়েলথ গেমসে সোনা জেতায় ওঁকে অভিনন্দন। অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন। ভবিষ্যতের জন্য তাঁকে অভিনন্দন।”
উচ্ছ্বসিত জারিন
কমনওয়েলথ গেমসে (CWG 2022) বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি। উপরি পাওনা বলতে, সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব পেয়েছিলেন। যা নিয়ে উচ্ছ্বসিত নিখাত জারিন (Nikhat Zareen)।
জারিন ট্যুইটারে লিখেছেন, ‘কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা আমার কাছে অবিশ্বাস্য মুহূর্ত। গর্বে আমার মন ভরে গিয়েছে। উপযুক্ত আর দুর্দান্ত এক অভিযান শেষ হল’।
শেষ হয়েছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ইংল্যান্ডের বার্মিংহামে বসেছিল এই প্রতিযোগিতার আসর। এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় অ্যাথলিটরা। মোট ৬১টি পদক ঝুলিতে পুরে নিয়েছেন তাঁরা। তার মধ্যে রয়েছে ২২টি সোনা। প্রতিযোগিতার শেষ দিনে ব্যাডমিন্টনে সোনা জিতেছেন পি ভি সিন্ধু (P V Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসেও সোনা জিতেছে ভারত।
(Source: abplive.com)