গ্লাভসে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নেবেন বার্মিংহামে সোনাজয়ী বক্সার!
নয়াদিল্লি: বক্সিংয়ে সোনা জিতে দেশকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। সেই নিখাত জারিন এবার বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর সই পেতে পারেন। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বেলা এগারোটায় কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি। পদক জয়ের পরই জারিন জানিয়েছিলেন যে, বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর স্বাক্ষর নেবেন। শনিবার সেই সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। কারণ, প্রধানমন্ত্রী নিজ বাসভবনে পদকজয়ীদের সঙ্গে কথা বলবেন। সকলকেই ব্যক্তিগতভাবে জানাবেন অভিনন্দন। জারিনের সঙ্গে কথা বলবেন তিনি। PM Modi to host CWG 2022 medal winners, Nikhat Zareen may get…